১লা জুলাই থেকে পাল্টে গেল ব্যাঙ্কিং, মিউচ্যুয়াল ফান্ড ও রান্নার গ্যাস সংক্রান্ত একাধিক পরিষেবা; জানুন বিস্তরে

১লা জুলাই থেকে পাল্টে গেল ব্যাঙ্কিং, মিউচ্যুয়াল ফান্ড ও রান্নার গ্যাস সংক্রান্ত একাধিক পরিষেবা; জানুন বিস্তরে

১ জুলাই থেকে একাধিক বদল হতে চলেছে যার প্রভাব সরাসরি পড়তে চলেছে আপনার জীবনে ৷ একদিকে বুধবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে আনলক ২ প্রক্রিয়া ৷ অন্যদিকে এদিন থেকে ব্যাঙ্কিং, মিউচ্যুয়াল ফান্ড ও রান্নার গ্যাস সংক্রান্ত একাধিক বদল চলেছে ৷

তাই দেখে নিন ১ জুলাই থেকে কী কী বদল হতে চলেছে দেখুন এক নজরে

✓ আনলক ২– আজ থেকে শুরু হল আনলক ২ এর প্রক্রিয়া ৷ সমস্ত স্কুল কলেজ আপাতত ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ৷ সরকারের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ৷

✓ নতুন সংস্থার অনলাইন রেজিস্ট্রেশন- ১ জুলাই থেকে নতুন সংস্থার রেজিস্ট্রেশন অনলাইনে করা যাবে ৷ Self Declaration এর মাধ্যমে অনলাইনে সংস্থার রেজিষ্ট্রেশন করার নতুন নির্দেশিকা জারি করেছে সরকার যা আজ থেকে লাগু করা হবে ৷

✓ PNB সেভিংস অ্যাকাউন্টে মিলবে কম সুদ- সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ০.৫০ শতাংশ কমাল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ এবার থেকে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে অধিকতম ৩.২৫ শতাংশ বার্ষিক সুদ মিলবে ৷ বছরে ৫০ লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে মিলবে ৩ শতাংশ সুদ আর ৫০ লক্ষের বেশি হলে মিলবে ৩.২৫ শতাংশ সুদ ৷

✓ ATM ট্রানজাকশনে মিলবে না ছাড়- ১ জুলাই থেকে সমস্ত ব্যাঙ্কের গ্রাহকদের এটিএম থেকে লেনদেনের জন্য কোনও ছাড় দেওয়া হবে না ৷ ফের আগের নিয়ম অনুযায়ী মেট্রো শহরে ৮ ও নন মেট্রো শহরে ১০টি ট্রানজাকশন করতে পারবেন গ্রাহকরা বিনামূল্যে ৷ নির্ধারিত লিমিটের বেশি লেনদেনের ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত চার্জ ৷

✓ মিউচ্যুয়াল ফান্ড- এবার থেকে মিউচ্যুয়াল ফান্ড কিনতে গেলে লাগবে স্ট্যাম্প ডিউটি ৷ SIP বা STP কিনলে দিতে হবে স্ট্যাম্প ডিউটি ৷ সব ধরনের মিউচ্যুয়াল ফান্ডের জন্য এই নিয়ম প্রযোজ্য ৷ মোট ইনভেস্টমেন্টের ০.০০৫ শতাংশ স্ট্যাম্প ডিউটিতে দিতে হবে ৷

✓ এলপিজি গ্যাসের দাম – তেল সংস্থাগুলি প্রত্যেক মাসের প্রথমদিন এলপিজি গ্যাস সিলিন্ডার ও এটিএফ এর নতুন দাম ঘোষণা করে থাকে ৷ এদিনও রান্নার গ্যাসের দাম বদল করা হয়েছে ৷কলকাতায় সিলিন্ডার পিছু দাম ৬২০.৫০ টাকা ।

✓ ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স- ১ জুলাই থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হবে ন্যূনতম ব্যালেন্স না হলে ব্যাঙ্কের তরফে পেনাল্টি চার্জ নেওয়া হবে ৷

✓ Nil ​GST রিটার্ন- এসএমএস-এর মাধ্যমে ফাইল করতে পারবেন Nil ​GST রিটার্ন ৷