01/10/2020

১লা জুন থেকে প্রতিদিন চলবে ২০০ টি বিশেষ নন-এসি ট্রেন, জানালো রেলমন্ত্রক

১লা জুন থেকে প্রতিদিন চলবে ২০০ টি বিশেষ নন-এসি ট্রেন, জানালো রেলমন্ত্রক

আগামি মাসে চালু করা হচ্ছে ২০০টি প্যাসেঞ্জার ট্রেন । তারমধ্যে রয়েছে নন-এসি ট্রেন, এতদিন পর্যন্ত এই ধরণের ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়নি।
1st June indian rail resume

১২ মে থেকে যে সমস্ত ট্রেনগুলি চলাচল করছে, সেই ১৫টি ট্রেনই শীততাপ নিয়ন্ত্রিত কামরা সম্পন্ন, এবং যাত্রীদের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলা বাধ্যতামূলক এই ট্রেনগুলিতে।

মঙ্গলবার একটি ট্যুইটে রেলের তরফে জানানো হয়, এই শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়াও, “১ জুন থেকে প্রতিদিন ২০০টি অতিরিক্ত ট্রেন চালানো হবে, সেগুলি হবে ননএসি দ্বিতীয় শ্রেণীর কোচ সম্পন্ন এবং অনলাইন বুকিং করতে হবে”।

খুব দ্রুতই এ সম্পর্কে তথ্য জানা যাবে বলেও জানিয়েছে রেল।

গত সপ্তহে এ সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়, বলা হয়, ২২ মে থেকে ওয়েট লিস্ট টিকিট বুক হবে। বলা হয়, এই নির্দেশিকা ১৫টি চালু ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে “নির্দিষ্ট সময়ে যএগুলি চলবে, সেগুলির কথা বলা হয়েছে”।