29/09/2020

সেপ্টেম্বর অবধি দেশে লকডাউন থাকবে! মার্কিন সংস্থার সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সেপ্টেম্বর অবধি দেশে লকডাউন থাকবে! মার্কিন সংস্থার সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

মে থেকে জুনের মাঝামাঝি সেই সময় তুঙ্গে উঠবে করোনা আক্রান্তের সংখ্যা ৷ ভারতে যে ভাবে করোনা ছড়াচ্ছে তাতে এটাই হবে আক্রান্তের সংখ্যার সর্বাধিক গ্রাফ ৷ এমনটাই জানাচ্ছে বোস্টন কনস্টালটিং গ্রুপ ৷

লকডাউনের মেয়াদ বাড়ার আশঙ্কা৷ দেশে লকডাউন চলতে পারে সেপ্টেম্বর পর্যন্ত৷ মার্কিন সংস্থা BCG-র সমীক্ষায় পূর্বাভাস –

ভারতের জনসংখ্যার পরিপ্রেক্ষিতে পূর্বাভাস ৷ জানানো হচ্ছে ভারতে যেরকম জন ঘনত্ব তাতে করোনা যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে ছবিটা ভয়াবহ হবে মে থেকে জুনে৷

পাশাপাশি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এই অতিমারির সঙ্গে লড়াই করার জন্য আদৌ তৈরি নয় ভারতের চিকিৎসা পরিষেবা ভারতের স্বাস্থ্য পরিকাঠামো বিবেচনায় পূর্বাভাস ৷ দেশে করোনার প্রকোপ সবচেয়ে বেশি হবে জুনে ৷ জুনের তৃতীয় সপ্তাহে সবচেয়ে বেশি প্রকোপ ৷

২৪ মার্চ থেকে ভারত সহ কলম্বিয়া, পোল্যান্ড. ইউনাইটেড কিংডমে লকডাউন শুরু হয়েছে ৷ ভারত ছাড়া বাকি তিনটি দেশে জুন থেকে জুলাইয়ের মধ্যে লকডাউন উঠে যেতে পারে৷ তবে ভারতের ক্ষেত্রে পরিস্থিতিটা একেবারে ভিন্ন ৷ ভারতের জন্য সেপ্টেম্বর অবধি চলতে পারে লকডাউন ৷
অন্যান্য উন্নয়নশীল দেশগুলি যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এদের লকডাউন চলতে পারে অগাস্ট মাস অবধি ৷ রিপোর্টে ভাবা হয়েছে COVID 19 এ আক্রান্তদের সংখ্যা সবচেয়ে বেশি হবে জুনের তৃতীয় সপ্তাহে ৷ তবে ভারতে যদি লকডাউন সঠিকভাবে মানা হয় তাহলে জুনে উঠতে পারে এই লকডাউন ৷

Leave a Reply