28/09/2020

কবে শুরু হচ্ছে ই-কমার্স পরিষেবা জানেন কি ?

কবে শুরু হচ্ছে ই-কমার্স পরিষেবা জানেন কি ?

ধীরে ধীরে লকডাউনের নিয়ম শিথিল করছে কেন্দ্র। বুধবার ই-কমার্স ডেলিভারিতে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

20 এপ্রিলের পর থেকে গোটা দেশে ই-কমার্স পরিষেবা শুরু করার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। যদিও সংক্রমিত এলাকায় ডেলিভারি করা যাবে না। লকডাউনের শুরু থেকেই গোটা দেশে ই-কমার্স পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। এই ঘোষণার পরে আমাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিলের মতো কোম্পানিগুলির সঙ্গেই গ্রাহকরা স্বস্তি পাবেন।
e-commerce
বুধবার কেন্দ্রের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “সার্ভিস সেক্টর ডিজিটাল ইকোনমিতে চলে, যা দেশের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। সেই জন্য ই-কমার্স, তথ্যপ্রযুক্তি, সরকারী কাজে ডেটা ও কল সেন্টার, অনলাইন টিচিং ও ডিসটেন্স লার্নিংয়ে ছাড় দেওয়া হয়েছে।”

ই-কমার্স পরিষেবার জন্য রাস্তায় গাড়ি চলাচলের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। “অনুমতি সহ ই-কমার্স কোম্পানিগুলি রাস্তায় গাড়ি চালাতে পারবে।” জানানো হয়েছে বিবৃতিতে।

স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, “ই-কমার্স পরিষেবার সঙ্গেই সব জরুর পণ্যের উৎপাদন, পাইকারি ও খুচরো বিক্রেতা ও স্থানীয় দোকানদার কাজ শুরু করতে পারবেন।”

এছাড়াও বিবৃতিতে তথ্য প্রযুক্তি কোম্পানিগুলিকে 50 শতাংশ কর্মী সহ কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।