26/09/2020

কেন্দ্রীয় দলের চিঠির পরেই হাসপাতাল গুলিকে নয়া নির্দেশিকা

কেন্দ্রীয় দলের চিঠির পরেই হাসপাতাল গুলিকে নয়া নির্দেশিকা

শুক্রবার সকালেই করোনা মোকাবিলায় একাধিক অভিযোগ তুলে মুখ্যসচিবকে জোড়া চিঠি দিয়েছিল কেন্দ্রীয় দল।

আর এরপরেই সমস্ত হাসপাতালের সুপার ও msvp-দের নিয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব রাজীব সিনহা। করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে বৈঠকে।

মেডিক্যাল কলেজগুলোতে জারি হয়েছে নির্দেশিকা।

দেখে নেওয়া যাক কী কী বলা হয়েছে নির্দেশিকায়

✓ কোনও রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না।
✓ রেফারেলের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স দিয়ে রোগীকে পাঠাতে হবে।
✓ মৃতদেহ সঙ্গে সঙ্গে ওয়ার্ড থেকে সরিয়ে ফেলতে হবে এবং প্রটোকল মেনে তা করতে হবে যত শীঘ্র সম্ভব।
✓ সমস্ত ডাক্তারকে বাধ্যতামূলকভাবে পিপিই কিট পরতে হবে।
✓ ডাক্তাররা যে সমস্ত জায়গা ব্যবহার করবেন সেগুলো রেগুলার স্যানিটাইজ করতে হবে।
✓ স্যাম্পেল সংগ্রহ করার ১২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে হবে।
✓ এম আর বাঙ্গুর হাসপাতালের দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে
✓ স্বাস্থ্য ভবনের আধিকারিকদের নিয়মিত মেডিক্যাল কলেজগুলোতে ভিজিট করতে হবে।