29/09/2020

লকডাউনের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? রবিবার ‘মন কি বাত’-এ জানাতে পারেন মোদী

লকডাউনের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? রবিবার ‘মন কি বাত’-এ জানাতে পারেন মোদী

চতুর্থ দফার লকডাউনের শেষদিনে আজ সকাল ১১ টায় ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সোমবার থেকে ভারতে কতটা লকডাউন কার্যকর হবে, তা সেখানেই মোদী জানাবেন বলে ধারণা রাজনৈতিক মহলের।
Maan ki baat today 31 may 2020
আগামী ৩১ মে’র পর লকডাউনের কৌশল নির্ধারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন মোদী।

প্রায় ঘণ্টা খানেক বৈঠকেই লকডাউনের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তা আলোচনা হয়ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। যদিও সে বিষয়ে সরকারের তরফে অবশ্য কোনও মন্তব্য করা হয়নি।

তবে অধিকাংশের ইঙ্গিত, লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার ঝুঁকি নেবে না মোদী সরকার। বিশেষত গত কয়েকদিনে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে, তাতে লকডাউন পুরো উঠে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

সেজন্য কনটেনমেন্ট জোনে শিথিলতা দেওয়া হবে না। তবে থমকে থাকা অর্থনীতির কথা মাথায় রেখে বাকি জায়গাগুলিতে বিভিন্ন গতিবিধিতে ছাড় দেওয়া হতে পারে।

এছাড়াও কলকাতা-সহ দেশের ১৩ টি শহরে বিধিনিষেধ অনেক কঠোর হবে বলে আগেই ইঙ্গিত দিয়েছেন একাধিক কেন্দ্রীয় আধিকারিক।