01/10/2020

ডাউন উঠলেই বাড়বে ৩০ শতাংশ মদের দাম

ডাউন উঠলেই বাড়বে ৩০ শতাংশ মদের দাম

লকডাউনের পর এক ধাক্কায় অন্তত ৩০ শতাংশ বাড়তে চলেছে মদের দাম। নবান্ন থেকে জারি নির্দেশিকা অন্তত তাই বলছে।

গত ৯ এপ্রিল থেকে রাজ্যে সমস্ত দেশি – বিলাতি মদের ওপর অতিরিক্ত ২০ শতাংশ কর বসানোর নির্দেশিকা জারি করেছিল আবগারি দফতর।

কিন্তু লকডাউনে মদের দোকান বন্ধ থাকায় সেই নির্দেশিকা এখনো কার্যকর হয়নি। লকডাউনের মধ্যে হোক বা পরে, মদের দোকান খুললেই এক ধাক্কায় ৩০ শতাংশ দাম বাড়বে মদের। কারণ ২০ শতাংশ করের সঙ্গে যোগ হবে GST ।

বিপুল ব্যয়ের ভার সামলাতে রাজ্য সরকার আবগারি শুল্কের ওপর অনেকটা নির্ভর করে। সেজন্য ক্ষমতায় আসার পর মদের ওপর আবগারি শুল্ক একাধিকবার বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

সঙ্গে বেড়েছে মদের দোকানের সংখ্যাও। বর্তমানে পশ্চিমবঙ্গে মদের ওপর মোট কর প্রায় ৮১ শতাংশ।

Leave a Reply