29/10/2020

লকডাউন ওঠার এক মাসের মধ্যেই নতুন শিক্ষা বর্ষপঞ্জি প্রকাশ করবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি

লকডাউন ওঠার এক মাসের মধ্যেই নতুন শিক্ষা বর্ষপঞ্জি প্রকাশ করবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি

লকডাউন উঠে যাওয়ার এক মাসের মধ্যে নতুন শিক্ষা বর্ষপঞ্জি প্রকাশ করবে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি । শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানিয়েছেন।

এদিন রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে ভিডিও বৈঠক করেন তিনি। এরপর অনলাইন সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, সমস্ত উপাচার্যরা সিদ্ধান্ত নিয়েছেন কী করে ক্লাস করানো হবে এবং ফাইনাল সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে সে ব্যাপারে।

শিক্ষামন্ত্রী বলেন,‘পরীক্ষা সহ শিক্ষা বর্ষপঞ্জির সবটাই কার্যকরী হবে লকডাউন উঠে যাওয়ার এক মাসের মধ্যে।’

শিক্ষামন্ত্রী আরও জানান, ইউজিসির গাইডলাইনও বিশ্ববিদ্যালয়গুলি পেয়েছে। এদিনের বৈঠকে সেটি নিয়েও আলোচনা হয়েছে।

আগেই পার্থবাবু জানিয়েছিলেন, ইউজিসির গাইডলাইনে যা জানানো হয়েছে, তা রাজ্য সরকারের প্রস্তাবকে মেনেই। যার মধ্যে অন্যতম লকডাউন-পরবর্তী পর্বে পরীক্ষা গ্রহণ।

তিনি বলেন,‘বিশ্ববিদ্যালয়গুলির ফ্যাকাল্টি সদস্যরা অনলাইনে ক্লাসের মাধ্যমে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। প্রতিষ্ঠানগুলি এবং তাঁদের কর্মীদের এমন প্রয়াসের প্রশংসা করি আমরা।’