29/09/2020

এই সব বিমানে COVID19 আক্রান্ত ছিলেন, তালিকা প্রকাশ করল এয়ার ইন্ডিয়া

এই সব বিমানে COVID19 আক্রান্ত ছিলেন, তালিকা প্রকাশ করল এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়ার যেই সব বিমানে করোনা সংক্রমিতরা ছিলেন সেই বিমানের তালিক প্রকাশ করা হল৷
জনস্বার্থে এই প্রচার করতে শুরু করল দেশের এই বিমান সংস্থা৷ বিমানে করোনা আক্রান্ত কেউ থাকলে তার সংস্পর্শ আসার প্রবল সম্ভাবনা থাকে অন্যদের৷ তাই তাদের সতর্ক করার জন্যই এই প্রয়াস এয়ার ইন্ডিয়ার৷ বেশ কয়েকটি বিমানকে চিহ্নিত করা গিয়েছে৷
সেই বিমানের যাত্রীদরে উদ্দেশ্যে জানানো হয়েছে যে সেই সব বিমানে ছিলেন করোনার রোগী৷
তাদের খবর পাওয়ার পরই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই পদক্ষেপ নেন৷
নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে সেই বিমানের তালিকা প্রকাশ করলেন তারা৷

বিমানগুলি হল—
✓ AI661 : Mumbai to Goa ; (19-03-20)
✓ AI883 : Mumbai to Goa ; (22-03-20)
✓ AI101 : Mumbai to Delhi ; (22-03-20)
✓ AI415 : Delhi to Patna ; (23-03-20)

এই বিমানে আপনি বা আপনার পরিচিত কেউ থাকলে, সত্বর তাদের সঙ্গে কথা বলুন এবং তাদের আইসোলেশনে যেতে বলুন৷ যাত্রীদের কাছে এমনই আবেদন রাখছে এয়ার ইন্ডিয়া যেই সময় বিমানে করোনা আক্রান্তরা যাত্রা করেছিলেন তখন তারা ছিলেন সুস্থ৷ তবে পরে তাদের করোনা টেস্ট হয় এবং জানা যায় যে তারা করোনায় আক্রান্ত৷ সেই খবর পাওয়ার পর আর দেরি করেনি এয়ার ইন্ডিয়া৷ অন্য যাত্রীদের সাবধান করতে তারা ফ্লাইট নম্বরগুলি জানিয়ে দেয় সরকারিভাবে৷

Leave a Reply