28/09/2020

আমফান মোকাবিলায় সমস্ত সাহায্য করবে কেন্দ্র, মমতাকে আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর

আমফান মোকাবিলায় সমস্ত সাহায্য করবে কেন্দ্র, মমতাকে আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর

সুপার আমফানের মোকাবিলায় পশ্চিমবঙ্গকে সমস্ত সাহায্য করবে কেন্দ্রীয় সরকার, এই আশ্বাস দিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Amit Shah and Mamta Banerjee
বুধবার বিকেলে পশ্চিমবঙ্গ – বাংলাদেশের উপকূলে আঘাত হানবে ঝড়টি। অত্যন্ত শক্তিশালী এই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে।

সোমবার সরকারের শীর্ষ আধিকারিকদের থেকে আমফান মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি জানতে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার ফোন করে মমতার কাছে রাজ্যের প্রস্তুতি নিয়ে খোঁজ খবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কোনও সাহায্য প্রয়োজন কি না তা জানতে চান।

এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককেও ফোন করেন শাহ।

প্রসঙ্গত সোমবার বিকেলে নবান্নে কেন্দ্রের কাছে পাওনা টাকা নিয়ে ফের একবার সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ফোন তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। রাজ্য সরকারের অভিযোগ, বিগত দুর্যোগগুলির ক্ষতিপূরণ বাবদ টাকা এখনো পাঠায়নি কেন্দ্র। তার মধ্যেই এসে পড়েছে আরও একটি ঝড়।