01/10/2020

রাজ্যের স্কুলগুলো ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

রাজ্যের স্কুলগুলো ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে জারি লকডাউনের কারণে আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলগুলো বন্ধ রাখার ঘোষণা আগেই করা হয়েছিল, এবার স্কুল বন্ধের মেয়াদ আরও বাড়ানো হল।
Partha Chatterjee

বুধবার পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড় আমফানের কারণে রাজ্যের কমপক্ষে ৮টি জেলায় বহু স্কুল ভবন ক্ষতিগ্রস্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হবে সব স্কুল।

তাছাড়া এমন আশঙ্কাও করা হচ্ছে যে, ভিনরাজ্য থেকে বাংলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের অনেককেই হয়তো করোনা সংক্রমিত সন্দেহে কোয়ারান্টাইন করে রাখতে হবে।

সেইজন্যেও বেশ কিছু স্কুলের ভবনগুলোকে আপাতভাবে কোয়ারান্টাইন সেন্টার বানানোর প্রয়োজন হতে পারে। তাই সবদিক বিবেচনা করেই রাজ্যের স্কুলগুলো ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান শিক্ষামন্ত্রী ।