20/09/2020

কলকাতায় ঘণ্টায় ১৩৩ কিমিতে তাণ্ডব আমফানের! ছাপিয়ে গেল আয়লাকেও

কলকাতায় ঘণ্টায় ১৩৩ কিমিতে তাণ্ডব আমফানের! ছাপিয়ে গেল আয়লাকেও

শেষ কবে এমন ঝড় দেখেছে কলকাতা, তা মনে করতে পারছেন না বয়স্করাও।রীতিমতো পরিসংখ্যান হাতরাতে বসেছেন অনেকেই।
amphan in kolkata
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, প্রতি ঘণ্টায় ১১৩ কিলোমিটার বেগে কলকাতায় তাণ্ডব চালিয়েছে আমফান।

তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় (দমদম) ঘণ্টায় ঝড়ের গতিবেগ ছিল ১৩৩ কিলোমিটার। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সেই গতিতে ঝড় বয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

রাজ্যে এখনও পর্যন্তের দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার ভোর অবধি ঝড়ের প্রভাব চলবে বলে জানা যাচ্ছে।

এত গতিবেগে ঝড়ের নজির কলকাতার সাম্প্রতিক ইতিহাসে নেই।

কলকাতায় নিউ আলিপুর, বালিগঞ্জ, কসবা, চেতলা, টালিগঞ্জ, ট্যাংরা, হেস্টিংস-সহ প্রায় ৩০ টি জায়গায় গাছ উপড়ে গিয়েছে। ট্র্যাফিক সিগন্যালের লাইটপোস্টও ভেঙে পড়েছে। কয়েক জায়গায় ট্রান্সফর্মারে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে।

এক দশক আগে আয়লার সময় মহানগরীতে ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু তাও টপকে গিয়েছে আমফান।

তবে ঝড়ের গতিবেগ যে খুব একটা কম ছিল না, তা দুপুর থেকেই বোঝা যাচ্ছিল। শহরের বিভিন্ন প্রান্তে পুরো তাণ্ডব চালিয়েছে আমফান।