28/10/2020

দিঘা থেকে মাত্র ২২০ কিমি দূরে ‘আমফান’, পারাদ্বীপে ঝড় বইছে ঘণ্টায় ১০২ কিমি বেগে

দিঘা থেকে মাত্র ২২০ কিমি দূরে ‘আমফান’, পারাদ্বীপে ঝড় বইছে ঘণ্টায় ১০২ কিমি বেগে

ক্রমশ বঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’। মৌসম ভবনের তরফে সকাল আটটার সময় যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে, পারাদ্বীপ থেকে পূর্ব এলং দক্ষিণ-পূর্ব দিকে ১২৫ কিলোমিটার দূরে রয়েছে ‘আমফান’।
amphan cyclone in Digha
দক্ষিণে দিঘার থেকে ২২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৮০ কিলোমিটার দূরে রয়েছে ‘আমফান’। ইতিমধ্যে পারাদ্বীপে ঝড়ের বেগ ঘণ্টায় ১০২ কিলোমিটারে পৌঁছে গিয়েছে।


সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়া হাওয়া। ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮২ কিলোমিটারেও পৌঁছে গিয়েছে।

Amphan Live Update