22/09/2020

Amphan Live Update

Amphan Live Update

live Amphan Live Update

amphan cyclone live

রাজ্য সরকারের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর ১০৭০ ।
✓ রাজ্য সরকারের কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২১৪-৩৫২৬
✓ রাজ্য সরকারের কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২১৪-১৯৯৫
✓‍ বিদ্যুত্ দফতরের হেল্পলাইন নম্বর ৭৪৪৯৩০০৮৪০, ৯৪৩৩৫৬৪১৮৪

20 May 2020, 03:35 PM
আমফানে মৃত্যু ২ মাসের শিশুর
ঘূর্ণিঝড় আমফানের জেরে ভেঙেছিল পড়েছিল কুঁড়েঘরের দেওয়াল। তাতে চাপা পড়ে মৃত্যু হল এক দু’মাসের শিশুর। ঘটনাটি ওড়িশার ভদ্রক জেলার।

20 May 2020, 03:30 PM
স্থলভূমিতে আছড়ে পড়ল আমফান, ঘণ্টায় ১৬৫ কিমি বেগে বইছে ঝড়

সুন্দরবনের কাছে স্থলভূমিতে আছড়ে পড়ল অতিপ্রবল ঘূর্ণিঝড় আমফান। এখনও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৫৫ থেকে ১৫ কিলোমিটার। কখনও কখনও ঝড়ের বেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটারে পৌঁছে যাচ্ছে। এটি পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্য দিয়ে যাচ্ছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘হ্যাঁ। অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটির স্থলভূমিতে আছড়ে পড়েছে। এটির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।’

20 May 2020, 11:00:14 AM IST
ওড়িশার কেন্দ্রপাড়া প্রবল বৃষ্টি, ফুঁসছে সমুদ্র
ওড়িশার কেন্দ্রপাড়া প্রবল বৃষ্টি হচ্ছে। তেমন বইছে ঝড়। কার্যত ফুঁসছে সমুদ্র।

20 May 2020, 11:00:14 AM IST
সামান্য অবস্থান পরিবর্তন ‘আমফান’-এর, দিঘা থেকে ১৭৭ কিমি দূরে
কিছুটা উত্তর দিকে সরে গেল ‘আমফান’। মৌসম ভবনের সকাল ১০ টার বুলেটিন অনুযায়ী, ওড়িশার পারাদ্বীপের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১২৩ কিলোমিটার, দিঘার দক্ষিণে ১৭৭ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ-পশ্চিমে ৩২৮ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘আমফান’।

20 May 2020, 09:46:51 AM IST

আমফান’ আসার আগে প্রবল বৃষ্টি ওড়িশায়, প্রবল বেগে বইছে হাওয়া
‘আমফান’ আগমনের আগে প্রবল বৃষ্টি শুরু হয়েছে ওড়িশায়। পারদ্বীপ, কেন্দ্রপাড়া-সহ বিভিন্ন এলাকায় হচ্ছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বৃষ্টির দাপট সবথেকে বেশি প্রভাব পড়েছে পারাদ্বীপে।

Amphan Live Update