26/10/2020

Zoom-এর বিকল্প অ্যাপ তৈরি করলে মিলবে কোটি টাকা পুরস্কার

Zoom-এর বিকল্প অ্যাপ তৈরি করলে মিলবে কোটি টাকা পুরস্কার

ভিডিও কনফারেন্স অ্যাপ তৈরিতে দেশের ডেভেলপারদের উৎসাহ দিতে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করল কেন্দ্র। এই প্রতিযোগিতায় শুধুমাত্র ভারত সরকারের নথিভুক্ত ভারতীয় স্টার্ট আপ কোম্পানিরা অংশ নিতে পারবেন।

বিজয়ী পাবেন 1 কোটি টাকার পুরস্কার। সম্প্রতি সরকারী কাজে Zoom ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। লকডাউনে বাড়ি বসে কাজ করার জন্য বিশ্বব্যাপী ভিডিও কনফারেন্সের জনপ্রিয়তা বেড়েছে। এর ফলে ভিডিও কনফারেন্স অ্যাপের সুরক্ষা নিয়ে সচেতন হচ্ছেন অনেকেই।

✓ 30 এপ্রিলের আগে এই প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করতে হবে।
✓ কম স্পিডের ইন্টারনেট কানেকশনেও যে কোন ডিভাইসে ডেভেলপারের তৈরি অ্যাপ ভালো ভাবে চলতে হবে।
✓ থাকতে হবে এনক্রিপশন।
✓ তুলনামূলক কম শক্তিশালী প্রসেসরের ডিভাইসেও যেন এই অ্যাপ চলতে পারে সেই দিকে নজর রাখতে হবে ডেভেলপারদের।
✓ 29 জুলাই বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
✓ বিজয়ী দল 1 কোটি টাকা পুরস্কার পাবেন।
✓ শুধুমাত্র ভারতীয় কোম্পানি অংশ নিতে পারবেন ।
এই অ্যাপ ব্যবহার করেই কেন্দ্র ও রাজ্য সরকারী কর্মীরা ভিডিও কনফারেন্স করবেন। গত সপ্তাহেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সরকারী কাজে Zoom ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। Zoom-এর সুরক্ষায় গাফিলতির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র ।