26/10/2020

আপনি কি ফোন থেকে তাড়াতে চান ক্ষতিকর চিনা অ্যাপ ? জেনে নিন Remove China Apps সম্পর্কে

আপনি কি ফোন থেকে তাড়াতে চান ক্ষতিকর চিনা অ্যাপ ? জেনে নিন Remove China Apps সম্পর্কে

ফোন থেকে যাবতীয় চিনা অ্যাপ মুছে ফেলার জন্য অস্ত্র তৈরি করে ফেলেছে জয়পুরের এক টেক স্টার্টআপ। নতুন অ্যাপ-এর সাহায্যে সহজেই ডিলিট করা যাবে ক্ষতিকর চিনা অ্যাপ।
remove china apps
সম্প্রতি Remove China Apps নামে এই নতুন অ্যাপ লঞ্চ করেছে জয়পুরের সংস্থা ওয়ানটাচ অ্যাপল ল্যাবস। স্মার্টফোনে ভিড় করা যাবতীয় ক্ষতিকর চিনা অ্যাপ এই ভারতীয় অ্যাপ-এর সাহায্যে দ্রুত মুছে ফেলা সম্ভব।

নতুন ভারতীয় অ্যাপ-টি পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে। অ্যাপ-টির ওজন মাত্র ৩.৫ এমবি। এ পর্যন্ত ১ মিলিয়ন বারের বেশি সেটি ডাউনলোড করা হয়েছে।
Remove China apps
এই অ্যাপ-এর সাহায্যে সহজেই খুঁজে বের করা যায় চিনা সংস্থার তৈরি যত অ্যাপ। তার পর সেগুলি ফোন থেকে ডিলিট করলেই বিপদের হাত থেকে সহজে রেহাই মেলে।
Remove china apps
প্লে স্টোরের বিবরণে লেখা হয়েছে, ‘Remove China Apps অ্যান্ড্রয়েড ফোন থেকে চিনে তৈরি সমস্ত অ্যাপ আনইনস্টল করার অস্ত্র। চিনা অ্যাপ খুঁজে বের করা খুব সহজ।
remove china apps
এই টুল-টি সমস্ত চিনা অ্যাপ-এর তালিকা তৈরি করে ফেলে। এর পর তার মধ্যে থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলি সরিয়ে দিতে পারেন।

চিনা অ্যাপ নিরাপদ নয়। যে সমস্ত অ্যাপ সরিয়ে ফেলতে চান, স্ক্যান করে সেগুলি বেছে নিন, এবং তার পরে ডিলিট বাটন ক্লিক করলেই সেগুলি আনইনস্টল করা সম্ভব।’

App Download Link