25/09/2020

শেষ পর্যন্ত সেনার দারস্ত হতে হল রাজ্য সরকারকে, আমফান বিপর্যস্ত কলকাতার নামল সেনা

শেষ পর্যন্ত সেনার দারস্ত হতে হল রাজ্য সরকারকে, আমফান বিপর্যস্ত কলকাতার নামল সেনা

পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দফতরের অনুরোধের কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতার রাস্তায় নামল সেনা। যুদ্ধকালীন পরিস্থিতিতে ভাঙা ডাল প্রভৃতি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজে নেমে পড়েছে ভারতীয় সেনা।
Indian army clean the road in kolkata
আপাতত তিন কলাম সেনা রাস্তায় নেমেছে। পরে প্রয়োজনে এই সংখ্যা বাড়তে পারে বলেও জানা যাচ্ছে। শনিবার সকালে সেনাবাহিনীকে আমফান উদ্ধারকার্যে যোগ দেওয়ার জন্য রাজ্যসরকারের তরফ থেকে আর্জি জানান হয়।

প্রায় তিন দিন কেটে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বহু জায়গায় আলো নেই, জল নেই, গাছ ও ইলেকট্রিকের পোল পড়ে আছে। তাই আর কালবিলম্ব না করে রাস্তায় নামল সেনা।

টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দফতরের তরফে লেখা হয়েছিল, ‘পশ্চিমবঙ্গ সরকার সামগ্রিক ভাবে দিন রাত সর্বশক্তি প্রয়োগ করে ন্যূনতম পরিষেবা স্বাভাবিক করতে কাজ করছে।

সেনাবাহিনীকে ডাকা হয়েছে। NDRF ও SDRF কে মোতায়েন করা হয়েছে। রেল, বন্দর ও বেসরকারি ক্ষেত্রকে জনবল ও যন্ত্র দিয়ে সাহায্য করতে বলা হয়েছে।’