29/09/2020

বাঙুর হাসপাতাল নিয়ে বাবুলের দাবিতে সত্য নয়, টুইটে জানাল কলকাতা পুলিশ

বাঙুর হাসপাতাল নিয়ে বাবুলের দাবিতে সত্য নয়, টুইটে জানাল কলকাতা পুলিশ

বাঙুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ভাইরাল ভিডিয়ো তোলার জন্য সোমনাথ দাস নামে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। বুধবার সন্ধ্যা কলকাতা পুলিশের তরফে টুইট করে একথা জানানো হয়েছে।

এর আগে ওই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ায় সোমনাথ দাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।

এদিন বাবুলকে মেনশন করে এক টুইটে কলকাতা পুলিশের তরফে লেখা হয়েছে, বাবুল সুপ্রিয়র টুইটটি সম্পূর্ণ অসত্য। সোমনাথ দাস নামে কারও বিরুদ্ধে কলকাতা পুলিশ কোনও মামলা করেনি।

বাবুলের পোস্ট করা স্ক্রিনশটে দাবি করা হয়েছে, ‘বাঙুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ভিডিয়ো ভাইরাল করায় সোমনাথ দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই ব্যক্তি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ৩৪৯ নম্বর বেডে ভর্তি ছিলেন।

তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর পর তাঁকে আটক করে পুলিশ।‘ এই তথ্য অসত্য বলে জানিয়েছে কলকাতা পুলিশ।