04/10/2020

অসম পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা বাতিল হল প্রশ্নপত্র ফাঁসের জেরে, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর সর্বানন্দ সোনোওয়াল

অসম পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা বাতিল হল প্রশ্নপত্র ফাঁসের জেরে, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর সর্বানন্দ সোনোওয়াল

অসম পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা বাতিল হল প্রশ্নপত্র ফাঁসের জেরে, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর সর্বানন্দ সোনোওয়াল ।

ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তকে প্রশ্ন ফাঁসের তদন্ত শুরু করে দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতারের নির্দেশ দেন সোনোওয়াল। সেই সঙ্গে, নিয়োগ প্রক্রিয়া বানচাল করতে কোনও ষড়যন্ত্র হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল ।

৫৯৭ টি শূন্যপদে নিয়োগের জন্য রাজ্যের ১৫৪টি কেন্দ্রে পরীক্ষায় বসেন কয়েক হাজার প্রার্থী। কিন্তু হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত বাতিল হয় পরীক্ষা।

রাজ্য পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান বিবৃতিতে বলেন, ‘প্রার্থীদের প্রতি সুবিচার করতে এবং মেধাভিত্তিক নিয়োগ সুনিশ্চিত করতে মহামান্য মুখ্যমন্ত্রীর নির্দেশে পরীক্ষা বাতিল করা হয়েছে।’তিনি আরো বলেন অসম পুলিশের অপরাধ অনুসন্ধান বিভাগ প্রশ্ন ফাঁসের তদন্ত এবং তার জেরে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়ে একটি এফআইআর দায়ের করেছে। একমাসের মধ্যেই হয়ত নতুন নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা করা হতে পারে ।