25/09/2020

অবতরণের কয়েক মিনিট আগে করাচি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল PIA-র A320 বিমান

অবতরণের কয়েক মিনিট আগে করাচি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল PIA-র A320 বিমান

অবতরণ করার ঠিক এক মিনিট আগে যাত্রী ও বিমানসদস্যদের নিয়েই করাচি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল লাহোর থেকে রওনা হওয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান।
Pakistan A320 Crash
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, এয়ারবাস A320 বিমানটিতে প্রায় ১০৭ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত কোনও যাত্রীর বেঁচে যাওয়ার খবর মেলেনি।

পাক মিডিয়ার খবর অনুযায়ী, করাচি বিমানবন্দরের কিছুটা আগে মালিরের মডেল কলোনির কাছে জিন্নাহ গার্ডেনের কছে ভেঙে পড়ে বিমানটি। গোটা এলাকা ধোঁয়ার ভরে গিয়েছে। বিমানের ধ্বংসস্তূপ ও কয়েকটি বাড়িতে আগুন লেগে গিয়েছে।

বিমানের যাত্রীদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। জানা যাচ্ছে, বিমানচালক সাজ্জাদ গুল অত্যন্ত অভিজ্ঞ। তিনি জানিয়েছিলেন যে রানওয়েতে ল্যান্ড করার সময় বিমানের একটি ইঞ্জিন বিগড়েছে।

প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে, যে কালো ধোঁয়া বেরোচ্ছে দুর্ঘটনাস্থান থেকেই। অ্যাম্বুলেন্স ও স্থানীয় প্রশাসন ছুটে গেছে ঘটনাস্থলে সাহায্য করার জন্য।