মহারাষ্ট্রের ভিওয়ান্দির বহুতল ভেঙে মৃত্যু কমপক্ষে ৮ জনের, ধ্বংসস্তূপে আটকে আছে অনেকেই
মহারাষ্ট্রের ভিওয়ান্দিতে বহুতল ভেঙে কমপক্ষে মৃত্যু হল আটজনের। ধ্বংসস্তূপের নীচে কমপক্ষে ২০-২৫ জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে ।
ভোর চারটে নাগাদ ভিওয়ান্দির প্যাটেল কম্পাউন্ড এলাকার একটি তিনতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) ডিজি সত্য নারায়ণ প্রধান জানিয়েছেন, ভোর পাঁচটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় তাঁর দল।
#UPDATE Death toll rises to 8 in Bhiwandi building collapse incident. Five more people have been rescued: Thane Municipal Corporation PRO #Maharashtra https://t.co/kGgAEs3vDP
— ANI (@ANI) September 21, 2020
প্রাথমিকভাবে স্থানীয়রা ২০-২৫ জনকে উদ্ধারও করেছেন বলে জানা গিয়েছে। NDRF এর আরও দল ঘটনাস্থলে যাচ্ছে। তারইমধ্যে ধ্বংসস্তূপ থেকে এক শিশু উদ্ধার করেছেন এনডিআরএফের উদ্ধারকারীরা।