29/10/2020

কুষ্ঠরোগের ওষুধে কাবু করোনা, ভোপাল AIIMS-এর সাফল্যে নতুন দিশা

কুষ্ঠরোগের ওষুধে কাবু করোনা, ভোপাল AIIMS-এর সাফল্যে নতুন দিশা

করোনার প্রকোপে গোটা বিশ্ব তটস্থ ৷ গোটা বিশ্বেই আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ কবে এই মারণ ভাইরাস থেকে মিলবে মুক্তি?

কবে বেরবে সঠিক ওষুধ বা ভ্যাকসিন, তা নিয়ে বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ৷ গোটা বিশ্ব জুড়েই চলছে গবেষণা ৷ এরই মাঝে সুখবর নিয়ে আসল ভোপাল AIIMS ৷ ভোপাল AIIMS -এ এক করোনা রোগীর শরীরে জাদুকাঠির মতো কাজ করল কুষ্ঠরোগে ওষুধ !

খবর অনুযায়ী, ভোপাল AIIMS -এ করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি ৷ তাঁর শারীরীক অবস্থা ছিল বেশ সংকটজনক ৷ ভেন্টিলেটরে দেওয়া হয় তাঁকে ৷

জানা গিয়েছে, সেই ব্যক্তিকে দেওয়া হয় মাইকোব্যাকটেরিয়াম-W ৷ যা কিনা কুষ্ঠ রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ৷ এই ওষুধ দেওয়ার পর থেকেই ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে শুরু করে ব্যক্তির ৷

এমনকী, ৭ দিন পর্যবেক্ষণে থাকার পর রোগীকে ভেন্টিলেটর থেকে জেনারেল বেডেও দেওয়া হয়েছে ৷