26/10/2020

প্রধানমন্ত্রীর তহবিলে UPI এর মাধ্যমে অনুদান দেওয়ার আগে সাবধান,PM Cares নামে চলছে প্রতারণার ফাঁদ

প্রধানমন্ত্রীর তহবিলে UPI এর মাধ্যমে অনুদান দেওয়ার আগে সাবধান,PM Cares নামে চলছে প্রতারণার ফাঁদ

দেশের সাইবার সুরক্ষার দায়িত্বে থাকা নোডাল এজেন্সি CERT-In করোনা মোকাবিলায় সাহায্যের জন্য প্রধানমন্ত্রী Cares ফান্ডে টাকা দেওয়ার আগে সতর্ক থাকার আবেদন জানিয়েছে ৷
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় PM Cares নামে একাধিক জাল ইউপিআই ঘুরছে বলে সাবধান করা হয়েছে৷ সরকারের তরফে এই ফান্ডে টাকা জমা দেওয়ার জন্য যে ইউপিআই জারি করা হয়েছে সেটি হল ([email protected]) ৷ এটি পিএম কেয়ার্স নামে রেজিষ্টার্ড রয়েছে ৷
গভর্মেন্ট অব ইন্ডিয়া থেকে জাল ইউপি আইডি-র একটি লিস্ট শেয়ার করা হয়েছে ।
[email protected]
[email protected]
[email protected]
[email protected]
[email protected]
[email protected]
[email protected]

CERT-In এর তরফে বারবার সতর্ক করে বলা হয়েছে যে টাকা ডোনেট করার আগে অবশ্যই ইউপিআই চেক করে নেবেন ৷

[email protected]’ ছাড়া সমস্ত আইডি জাল বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ৷ করোনা ভাইরাসের জেরে দেশে এখন একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷


এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি PM Cares ফান্ড চালু করেছেন ৷ এখানে সমস্ত দেশবাসী তাদের ইচ্ছেমত টাকা দিয়ে সাহায্য করতে পারবেন ৷

মুম্বাইতে আটটা, পুনে ও সাতারা জেলায় ছ’টা, বিড ও নাসিক জেলায় পাঁচটা, নাগপুর, নাসিক শহর, থানে ও কোলাপুরে চারটে অভিযোগ নথিভুক্ত হয়েছে।

Leave a Reply