প্রধানমন্ত্রীর তহবিলে UPI এর মাধ্যমে অনুদান দেওয়ার আগে সাবধান,PM Cares নামে চলছে প্রতারণার ফাঁদ
দেশের সাইবার সুরক্ষার দায়িত্বে থাকা নোডাল এজেন্সি CERT-In করোনা মোকাবিলায় সাহায্যের জন্য প্রধানমন্ত্রী Cares ফান্ডে টাকা দেওয়ার আগে সতর্ক থাকার আবেদন জানিয়েছে ৷
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় PM Cares নামে একাধিক জাল ইউপিআই ঘুরছে বলে সাবধান করা হয়েছে৷ সরকারের তরফে এই ফান্ডে টাকা জমা দেওয়ার জন্য যে ইউপিআই জারি করা হয়েছে সেটি হল ([email protected]) ৷ এটি পিএম কেয়ার্স নামে রেজিষ্টার্ড রয়েছে ৷
গভর্মেন্ট অব ইন্ডিয়া থেকে জাল ইউপি আইডি-র একটি লিস্ট শেয়ার করা হয়েছে ।
✓ [email protected]
✓ [email protected]
✓ [email protected]
✓ [email protected]
✓ [email protected]
✓ [email protected]
✓ [email protected]
CERT-In এর তরফে বারবার সতর্ক করে বলা হয়েছে যে টাকা ডোনেট করার আগে অবশ্যই ইউপিআই চেক করে নেবেন ৷
‘[email protected]’ ছাড়া সমস্ত আইডি জাল বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ৷ করোনা ভাইরাসের জেরে দেশে এখন একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷
Be Cautious of Fake account details circulating on the pretext of PM CARES Fund.
To know the exact account details, please refer to the press release by @PIB_Indiahttps://t.co/2zOxr9daqu
Let's contribute to #PMCaresFunds to fight against #Covid19. pic.twitter.com/jtfY3i9hqG
— PIB Fact Check (@PIBFactCheck) March 30, 2020
এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি PM Cares ফান্ড চালু করেছেন ৷ এখানে সমস্ত দেশবাসী তাদের ইচ্ছেমত টাকা দিয়ে সাহায্য করতে পারবেন ৷
মুম্বাইতে আটটা, পুনে ও সাতারা জেলায় ছ’টা, বিড ও নাসিক জেলায় পাঁচটা, নাগপুর, নাসিক শহর, থানে ও কোলাপুরে চারটে অভিযোগ নথিভুক্ত হয়েছে।