26/10/2020

CBSE Board এর 10 ও 12 এর পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রী

CBSE Board এর 10 ও 12 এর পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রী

অবশেষে কাটল ধোঁয়াশা। আগামী ১ জুলাই থেকে নেবে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা নেবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSC)। চলবে ১৫ জুলাই পর্যন্ত। শনিবার একথা জানাল কেন্দ্রীয় মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রক।

দিনকয়েক আগেই মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, আগামী ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত সর্বভারতীয় জয়েন্ট্র এন্ট্রান্সের মেন বা ‘জেইই (মেন)’ পরীক্ষা হবে। আর মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ পরীক্ষা হবে ২৬ জুলাই। তার আগেই দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি বিষয়ের বোর্ড পরীক্ষা শেষ করে নিতে চাইছিল কেন্দ্র। সেই মোতাবেক শুক্রবার পরীক্ষার নয়া তারিখ ঘোষণা করা হল।


টুইটারে একটি ভিডিয়ো বার্তায় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন, ‘CBSC বাকি থাকা পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিল। আজ এই পরীক্ষার সময়সূচি ০১.০৭.২০২০ থেকে ১৫.০৭.২০২০-এর মধ্যে নিশ্চিত করা হয়েছে। দুটি পরীক্ষার সকল পড়ুয়াদের আমি শুভেচ্ছা জানাচ্ছি।’