26/10/2020

কেন্দ্র ও রাজ্যের করোনা আক্রান্তের তালিকায় ফারাক কেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন রাজ্যপালের

কেন্দ্র ও রাজ্যের করোনা আক্রান্তের তালিকায় ফারাক কেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন রাজ্যপালের

করোনাভাইরাস মোকাবিলা নিয়ে শনিবার ফের রাজ্যকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার দুপুর নাগাদ পরপর দুটি ট্যুইট করেন রাজ্যপাল।

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যের পক্ষ থেকে কেন ১ মে হেল্থ বুলেটিন দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল।

শুধু তাই নয়, কেন্দ্র ও রাজ্যের তালিকায় কেন এত ফারাক, তাই নিয়েও সরব হন রাজ্যপাল।

এদিন তিনি টুইট করে বলেন, ‘‌COVID-19 সব তথ্য স্বচ্ছ ভাবে প্রকাশ করুন মুখ্যমন্ত্রী। গত ৩০ এপ্রিলে স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২।

কিন্তু ১ মে কোন হেলথ বুলেটিন নেই। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত ৯৩১। ৫৭২ আর ৯৩১ এর মধ্যে অনেকটাই ফারাক রয়েছে। এতটা খারাপ কেন থাকবে যখন সবাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।’

শনিবার আরও একদফা এগিয়ে এবার রাজ্যের স্বাস্থ্য দফতরকেই সরাসরি নিশানা করলেন রাজ্যপাল। পরপর দুটি টুইট করে রাজ্য স্বাস্থ্য দপ্তর কেন শুক্রবার করোনা সংক্রমণ নিয়ে হেলথ বুলেটিন জারি করল না তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন।

পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের তালিকার মধ্যে ফারাক কেন থাকবে তা নিয়ে সরবও হলেন জগদীপ ধনখড়।