28/10/2020

করোনার ডেথ অডিট কমিটির সদস্যদের সঙ্গে দেখা করতে চান কেন্দ্রীয় প্রতিনিধিরা

করোনার ডেথ অডিট কমিটির সদস্যদের সঙ্গে দেখা করতে চান কেন্দ্রীয় প্রতিনিধিরা

করোনায় মৃত্যু ঘোষণা করতে বিশেষজ্ঞ কমিটির সদস্যদের সঙ্গে দেখা করতে চেয়ে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি পাঠাল কেন্দ্রীয় প্রতিনিধিদল (IMCT)।

শুক্রবার কলকাতায় করোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি পাঠিয়ে এই বিষয়ে পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের প্রধান অপূর্ব চন্দ্র।

রাজ্যে করোনা আক্রান্তের ব্যাপারে নিশ্চিত হতে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে বলে মনে করেন কেন্দ্রীয় দলের সদস্যরা৷ স্বাভাবিক ভাবেই তাই চিকিৎসা শুরু হতে দেরি হয়ে যাচ্ছে বলে মনে করছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা৷

একই সঙ্গে করোনায় মৃতের সংখ্যা নির্ধারণে রাজ্য সরকারের ডেথ অডিট কমিটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা৷

চিঠিতে ওই কমিটির সদস্যদের সঙ্গে মুখোমুখি আলোচনার আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন অপূর্ব চন্দ্র।