29/09/2020

করোনা ভাইরাস ট্র্যাক করতে ‘আরোগ্য সেতু’ অ্যাপ নিয়ে এল কেন্দ্র সরকার

করোনা ভাইরাস ট্র্যাক করতে ‘আরোগ্য সেতু’ অ্যাপ নিয়ে এল কেন্দ্র সরকার

অবশেষে COVID-19 ট্র্যাকিং অ্যাপ নিয়ে এল কেন্দ্রীয় সরকার। Android ও iOS গ্রাহকদের জন্য হাজির হয়েছে Aarogya Setu অ্যাপ। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তত্বাবধানে এই অ্যাপ তৈরি করেছে ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার। দেশের নাগরিকদের COVID-19 সম্পর্কে প্রাসঙ্গিক পরামর্শ দিতেই এই অ্যাপ লঞ্চ হয়েছে।

‘আরোগ্য সেতু’ অ্যাপ ব্যবহার করে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সম্পর্কে জানা যাবে। নিজের অজান্তেই কোন করোনাভাইরাস রুগীর সম্পর্কে এসেছেন কি না জানিয়ে দেবে এই অ্যাপ।

11 টা ভাষায় COVID-19 ট্র্যাকার অ্যাপ কাজ করবে। এই অ্যাপ ব্যবহারের জন্য স্মার্টফোনের ব্লুটুথ ও লোকেশন অ্যাকসেস দিতে হবে। শুরুতেই মোবাইল নম্বর ব্যবহার করে এই অ্যাপ ইন্সটল করতে হবে। জানা গিয়েছে এই অ্যাপের সব তথ্য এনক্রিপটেড থাকবে এবং অন্য কোন কোম্পানির সঙ্গে শেয়ার করা হবে না।

Android ও iOS গ্রাহকরা Aarogya Setu অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন। সংক্রমণ রুখতে কী করা উচিত আর কী করা উচিত না এই অ্যাপ থেকে জানা যাবে।

Aarogya Setu Download Link

Leave a Reply