28/10/2020

রাজ্যকে চিঠি দিয়ে সাবধান করল কেন্দ্র মানা হচ্ছে না লক ডাউন রাজাবাজার, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজে

রাজ্যকে চিঠি দিয়ে সাবধান করল কেন্দ্র মানা হচ্ছে না লক ডাউন রাজাবাজার, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজে

কোনও ভাবেই লকডাউনে কোনও শিথিলতা করা যাবে না। নবান্নে চিঠি পাঠিয়ে স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার।

চিঠিতে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে অত্যাবশ্যকীয় নয় এমন একাধিক ক্ষেত্রকে ছাড় দিয়েছে রাজ্য সরকার। এমনকী রাজাবাজার, তপসিয়া, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজের মতো এলাকায় সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কোনও বিধিই মানা হচ্ছে না বলে জানানো হয়েছে ওই চিঠিতে।

কেন্দ্রীয় সরকারের ডেপুটি সেক্রেটারি শ্রীনিবাসু কে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও পুলিশের ডিজিকে জানিয়েছেন, রাজ্যে লকডাউনের বিধি ক্রমশ শিথিল করা হচ্ছে। অত্যাবশ্যকীয় নয় এমন ক্ষেত্রকে ছাড় দেওয়া হচ্ছে লকডাউন থেকে।

গোয়েন্দা সূত্রে খবর মিলেছে, মেটিয়াবুরুজ, রাজাবাজার, নারকেলডাঙা, তপসিয়া, গার্ডেনরিচ. ইকবালপুর ও মানিকতলায় মাছ, মাংস ও সবজির বাজারে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কোনও নিয়ম মানা হচ্ছে না। এর মধ্যে নারকেলডাঙায় ইতিমধ্যে কোরনাভাইরাস আক্রান্তের খোঁজ মিলেছে।
government letter

শনিবার এই চিঠিটি টুইটারে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সঙ্গে তিনি লিখেছেন, ‘এই নিন, অনেকদিন ধরেই প্রশ্ন তুলছিলাম,গতকালও বলেছি ফুল, মিষ্টি ইত্যাদির ওপর থেকে লকডাউনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে কি বোঝাতে চাইছেন দিদি?

Leave a Reply