30/09/2020

কথা রাখলেন মোদি, করোনা মোকাবিলায় সব রাজ্যের তহবিলে ১২ হাজার কোটি দিচ্ছে কেন্দ্র

কথা রাখলেন মোদি, করোনা মোকাবিলায় সব রাজ্যের তহবিলে ১২ হাজার কোটি দিচ্ছে কেন্দ্র

বৃহস্পতিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হয় প্রধানমন্ত্রীর। সেখানেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রের থেকে পরিকাঠামো গড়ে তোলার জন্যে অনুদান চান। বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সেই প্রতিশ্রুতি মতোই অর্থ বরাদ্দ করা হচ্ছে, জানাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক।
দুর্যোগ মোকাবিলা তহবিলে সব রাজ্যগুলিকে মোট ১১হাজার ৯২ কোটি টাকা দেবে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, করোনা মোকাবিলায় কোয়ারেন্টাইন গড়তে ও অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার জন্যেই এই অনুদান।
এই তহবিল বাবদ প্রাপ্য ১১০৯২ টাকার প্রথম কিস্তি ইতিমধ্যেই অনুমোদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কোয়ারেন্টাইন গড়ে তোলা, নমুনা সংগ্রহ করা, স্বাস্থ্য দফতর, মিউনিসিপ্যালিটি কর্মী ও পুলিশের জন্যে গিয়ার কেনা, ভেন্টিলেটার কেনার কাজে এই অর্থ ব্যয় করা যাবে।

Leave a Reply