20/09/2020

এক নজরে দেখে নিন কেন্দ্রের করা রাজ্যে হটস্পট জেলা কোনগুলি

এক নজরে দেখে নিন কেন্দ্রের করা রাজ্যে হটস্পট জেলা কোনগুলি

দেশের ১৭০টি জেলাকে করোনা সংক্রমণের ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া-সহ এ রাজ্যের মোট চার জেলা।
west Bengal hotspots district
‘হটস্পট’ হিসাবে বাছাই করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনাকে। কলকাতা ছাড়াও রাজ্যের হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনাকেও ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্র।

হটস্পট’ নয়, এমন ২০৭টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। এই ‘নন হটস্পট’-এর মধ্যে এ রাজ্যের আটটি জেলা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা।