01/10/2020

আপনি কি কাজ হারিয়েছেন ? তাহলে এই স্কিম আপনাকে টানা ২ বছর মাইনে দেবে মোদি সরকার

আপনি কি কাজ হারিয়েছেন ? তাহলে এই স্কিম আপনাকে টানা ২ বছর মাইনে দেবে মোদি সরকার

লকডাউনের জেরে বহু মানুষ কাজ হারাচ্ছেন৷ ইতিমধ্যে অনেকে বেকার হয়েও গিয়েছেন৷ বহু সংস্থাই করোনা পরিস্থিতি ও তার জেরে লকডাউনে বিপুল ক্ষতির সম্মুখীন৷

কেউ চাকরি ছাঁটাই করছে তো কেউ বেতনে কোপ মারছে৷ এই মুহূর্তে দেশে এমন কোনও শিল্প নেই, যেখানে চাকরি হারানোর ভয় নেই৷ আপনিও কি চাকরি হারিয়ে সমস্যায় পড়েছেন?

তা হলে এই খবর আপনার জন্য৷ কেন্দ্রের এই স্কিমে কারও চাকরি চলে গেলে বা বেকারত্বের সমস্যায় পড়লে ২ বছর সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি স্কিমে বেতন পাবেন৷ মোদি সরকারের এই স্কিমের নাম ‘Atal Beemit Vyakti Kalyaan’৷

এই স্কিমে কারা যোগ্য হবেন

এই স্কিমের আওতায় কোনও ব্যক্তির চাকরি চলে গেলে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে দু’বছর ধরে প্রতিমাসে আর্থিক সাহায্য দেবে৷

সংশ্লিষ্ট ব্যক্তির শেষ ৯০ দিনের গড় আয়ের ২৫ শতাংশ দেবে সরকার৷ এই স্কিম সেই সব কর্মীদের জন্য, যাঁরা সংগঠিত ক্ষেত্রে চাকরি হারিয়েছেন৷

একই সঙ্গে ২ বছর বা তার বেশি দিন ধরে চাকরি করছেন৷ এই স্কিমের সুবিধা পেতে গেলে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আবশ্যিক ।

কারা এই স্কিমের সুবিধা পাবেন না?

কোনও খারাপ কাজ বা বেআইনি কাজের জন্য যে সব কর্মীকে কোনও কোম্পানি বরখাস্ত করেছে, তাঁরা এই স্কিমের সুবিধা পাবেন না৷

এছাড়া যে সব কর্মীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে বা স্বেচ্ছাবসর নিয়েছেন, তাঁরা এই সরকারি স্কিমের সুবিধা পাবেন না৷

কী ভাবে এই স্কিমে রেজিস্টার করবেন?

আপনি এই স্কিমের সুবিধা পেতে চাইলে, প্রথমেই আপনাকে ESIC ওয়েবসাইটে গিয়ে ‘Atal Insured Person Welfare’ স্কিমে রেজিস্টার করতে হবে৷

আরও তথ্য পেতে লিঙ্ক এ ক্লিক করুন
✓ লিঙ্ক
✓ টোল ফ্রী নম্বর :
বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন