করোনা সম্পর্কে সব প্রশ্নের জবাব দিতে বিশেষ উদ্যোগ কেন্দ্রের
দেশের নাগরিকদের COVID-19 সম্পর্কে সব প্রশ্নের উত্তর দিতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। টুইটারে এই জন্য একটি বিশেষ অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে।
@CovidIndiaSeva ট্যুইটারে অ্যাকাউন্ট ট্যাগ করে ট্যুইটারে COVID-19 সম্পর্কে যে কোন প্রশ্ন করলে কর্তৃপক্ষের তরফ থেকে জবাব মিলবে।
@CovidIndiaSeva হ্যান্ডল ট্যাগ কররে দেশের নাগরিকরা ট্যুইটারে COVID-19 সম্পর্কে যে কোন প্রশ্নের উত্তর জাততে পারবেন।
রোগের লক্ষণ, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারে জানা যাবে। যদিও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেই উত্তর মিলবে। কোন ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবেন না স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিরা।
এই পরিষেবা শুরু করে ট্যুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন বলেন, “সাধারণ মানুষের কাছে দ্রুত সঠিক তথ্য পৌঁছে দেবেন বিশেষজ্ঞরা। নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্যই এই উদ্যোগ। এখনই নিজের প্রশ্ন পোস্ট করুন।”