26/09/2020

সরকারি কর্মীদের জন্য আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক করল কেন্দ্র

সরকারি কর্মীদের জন্য আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক করল কেন্দ্র

প্রত্যেক সরকারি কর্মচারীকে ‘আরোগ্য সেতু’ (Aarogya Setu) অ্যাপটি ডাউনলোড করতে হবে। এবং কাজে যাওয়ার আগে দেখে নিতে হবে অ্যাপটি থেকে কোনও আপত্তি করা হচ্ছে কিনা।

কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মীদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। এমনকী, যাঁরা আউটসোর্স হিসেবে কাজ করছেন, তাঁদেরও এটা মেনে চলতে হবে।

কেন্দ্রের নির্দেশ, সমস্ত স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাকে অবশ্যই এই নিয়মটি পালন করতে হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলার জন্য এই অ্যাপটি তৈরি করেছে।

ওই নির্দেশে বলা হয়েছে, অফিসে ঢোকার আগে অ্যাপটি চেক করে নিতে হবে। যদি ওই অ্যাপ ‘সেফ’ অথবা ‘লো রিস্ক’ দেখায় তবেই কাজে্ যোগ দেওয়া যাবে।

যদি অ্যাপ স্ট্যাটাস ‘মডারেট’ বা ‘হাই রিস্ক’, তাহলে তাঁর কাজে যোগ দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে ১৪ দিনের সেল্ফ আইসোলেশনে থাকতে হবে সংশ্লিষ্ট কর্মীটিকে।

এর আগে শিক্ষাক্ষেত্রে এই অ্যাপটির ব্যবহার করতে আর্জি জানিয়েছিল সরকার। সিবিএসই-র তরফে সমস্ত স্কুলের অধ্যক্ষকে এই অ্যাপ ব্যবহার করার জন্য আবেদন করা হয়।
আরও পড়ুন : করোনা ভাইরাস ট্র্যাক করতে ‘আরোগ্য সেতু’ অ্যাপ নিয়ে এল কেন্দ্র সরকার
এর আগে শিক্ষাক্ষেত্রে এই অ্যাপটির ব্যবহার করতে আর্জি জানিয়েছিল সরকার। সিবিএসই-র তরফে সমস্ত স্কুলের অধ্যক্ষকে এই অ্যাপ ব্যবহার করার জন্য আবেদন করা হয়।

এই অ্যাপে ব্লুটুথ তথ্যের নিরিখে অ্যাপ ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে সংক্রমিত ব্যক্তির কাছাকাছি তিনি আছেন কিনা।

তাঁর চলাফেরার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কতটা রয়েছে সেটা জানিয়ে দেব ‘আরোগ্য সেতু’ অ্যাপ। এই অ্যাপের সমস্ত তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দ্বারা প্রদত্ত।

ব্লুটুথ তথ্যের ক্ষেত্রে গোপনীয়তা সংক্রান্ত বিতর্কও রয়েছে। তবে অ্যাপে রেজিস্ট্রেশনের সময় বলা হয়, আপনার তথ্য কেবল মাত্র কেন্দ্রীয় সরকারের সঙ্গেই শেয়ার করা হবে। এই অ্যাপ আপনার নাম ও ফোন নম্বর কোনওটাই প্রকাশ্যে আনবে না।