12/09/2020

চীনে PubG ব্যান হলেও লকডাউনে ভারত থেকে ব্যবসা করেছে ৯ হাজার কোটি টাকা

চীনে PubG ব্যান হলেও লকডাউনে ভারত থেকে ব্যবসা করেছে ৯ হাজার কোটি টাকা

PUBG Mobile রেকর্ডের সৌজন্যে ভারতীয় গেমার’রাই। চলতি বছরের প্রথমার্ধে এখনও পর্যন্ত 1.3 বিলিয়ন ডলার বা প্রায় ₹9731 কোটির ব্যবসা করেছে গেমের নির্মাতা সংস্থা।
PubG
এর জেরে মোট ₹22,457 কোটির রেকর্ড ব্যবসা করেছে গেমটি। এখনও পর্যন্ত ভারত থেকেই সবচেয়ে বেশি PUBG গেম ইনস্টল করা হয়েছে। এদেশ থেকে কমপক্ষে সাড়ে 17 কোটি ইনস্টল পেয়েছে PUBG।

PUBG কর্পোরেশনের মূল পাবলিশার হল বিশ্বের বৃহত্তম গেম পাবলিশ করা সংস্থা টেনসেন্ট (Tencent)। চিনে নিষিদ্ধ হলেও ভারতে PUBG Mobile গেমের পরিবেশনার দায়িত্বে রয়েছে Tencent।

করোনাভাইরাস ও লকডাউনের জেরে বেশিরভাগ সময়ই ‘গৃহবন্দি’ রয়েছেন । এমনিতেও ভারতের অর্থনৈতিক অবস্থা তেমন উন্নতি হয়নি। অ্যানালিটিকস সংস্থা সেন্সর টাওয়ারের রিপোর্টে অনুযায়ী গত মার্চেই রেকর্ড ₹2 হাজার কোটির বেশি ব্যবসা করেছিল PUBG।

সংস্থার রিপোর্ট অনুযায়ী, সামগ্রিক ব্যবসার নিরিখে শীর্ষে রয়েছে PUBG Mobile। দ্বিতীয় স্থানে রয়েছে গত বছর লঞ্চ করা Activision-এর Call of Duty: Mobile। এই গেমটি এখনও পর্যন্ত ₹1646 কোটির ব্যবসা করেছে।