25/09/2020

কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তির প্রসেসিং ফি হিসেবে ১৫০ টাকার বেশি নিতে পারবে না ; বললেন পার্থ চট্টোপাধ্যায়

কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তির প্রসেসিং ফি হিসেবে ১৫০ টাকার বেশি নিতে পারবে না ; বললেন পার্থ চট্টোপাধ্যায়

করোনা ভাইরাসের জেরে দেশের অর্থনীতি কমজোরী হয়ে পড়েছে । এহেন পরিস্থিতিতে অনলাইনেই ভর্তির আবেদন চলছে স্নাতক স্তরে । সেজন্য প্রসেসিং ফি’র সর্বোচ্চ সীমা বেঁধে দিল রাজ্য সরকার।

গত ১০ অগস্ট থেকে রাজ্যের কলেজগুলিতে ভরতি শুরুর পর থেকে উচ্চ শিক্ষা দফতর এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে খবর আসছিল, কোনও কলেজ ৩৫০ টাকা প্রসেসিং ফি নিচ্ছে, কোনও কোনও কলেজে আবার নেওয়া হচ্ছে ৪০০ টাকা।

এরপরই সব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের চিঠি লেখেন রাজ্য সরকারের বিশেষ সচিব। তাতে নির্দেশ দেওয়া হয়,করোনা এই পরিস্থিতিতে স্নাতক স্তরে ভরতির জন্য পড়ুয়াপিছু নথি আপলোডের জন্য সর্বোচ্চ ১৫০ টাকার বেশি নেওয়া যাবে না ।

উচ্চ শিক্ষা দফতর খবর পাওয়া গেছে প্রসেসিং ফি’র নির্দেশিকার সঙ্গে ভরতির ফি’র কোনও সম্পর্ক নেই ।