আগামী আগস্টে খুলবে কলেজ আর নবাগতদের খুলবে সেপ্টেম্বরে সিদ্ধান্ত UGC-র

আগামী আগস্টে খুলবে কলেজ আর নবাগতদের খুলবে সেপ্টেম্বরে সিদ্ধান্ত UGC-র

আশঙ্কা করা হয়েছিল। তাই সত্যি হল। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে কলেজের ক্ষেত্রে শিক্ষাবর্ষ পিছিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। বুধবার এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

UGC জানিয়েছে, বর্তমান কলেজ পড়ুয়াদের জন্য শিক্ষাবর্ষ শুরু হবে আগামী অগস্ট মাস থেকে।

নবাগতদের ক্ষেত্রে এর এক মাস পরে অর্থাৎ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

এদিকে, করোনা মহামারি ও লকডাউনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পড়ুয়াদের পরীক্ষা ও শিক্ষাবর্ষ শুরু প্রসঙ্গেও কমিশনের নির্দিষ্ট প্রস্তাব রেখেছে কমিশন।

ফাইনাল সেমেন্টারের পড়ুয়াদের জুলাই মাসে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। করোনা মহামারীর জেরে গত মাস থেকে দেজুড়ে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, করোনা মহামারি ও লকডাউনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পড়ুয়াদের পরীক্ষা ও শিক্ষাবর্ষ শুরু প্রসঙ্গেও কমিশনের নির্দিষ্ট প্রস্তাব রেখেছে কমিশন।

ফাইনাল সেমেন্টারের পড়ুয়াদের জুলাই মাসে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। করোনা মহামারীর জেরে গত মাস থেকে দেজুড়ে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়।

করোনা উদ্ভূত পরিস্থিতিতে উচ্চশিক্ষা নিয়ে দু’টি কমিটি গঠন করেছিল ইউজিসি। এর মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছিল মহামারি ও লকডাউনের জেরে শিক্ষার ক্ষতি সংক্রান্ত খতিয়ে দেখার জন্য।

এ বছর কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে চলতি শিক্ষাবর্ষের শেষ ও আগামী শিক্ষাবর্ষ শুরুর সময় দু’মাস পিছিয়ে দেওয়ার সুপারিশ করেছিল বিশেষজ্ঞ কমিটি।

অন্যদিকে, ইগনু-র সহ উপাচার্য নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন দ্বিতীয় কমিটির রিপোর্টে কাগজে-কলমে পরীক্ষা নিতে গেলে লকডাউন প্রত্যাহারের জন্য অপেক্ষার সুপারিশ করা হয়েছিল।