27/09/2020

আসছে MIUI 12, জেনে নিন কিছু তথ্য

আসছে MIUI 12, জেনে নিন কিছু তথ্য

Mi 10 Youth Edition 5G লঞ্চের সঙ্গেই সোমবার MIUI 12 -এর ঘোষণা করেছে Xiaomi। এটাই কোম্পানির লেটেস্ট Android স্কিন।


নতুন MIUI ভার্সনে যোগ হয়েছে নতুন ডিজাইন, অতিরিক্ত সুরক্ষা, নতুন অ্যানিমেশন ও নতুন লাইভ ওয়ালপেপার। আপডেটের পরে একাধিক উনিন্ডোতে মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতায় উন্নতি হয়েছে।

জুন থেকে বিভিন্ন Xiaomi ডিভাইসে এই আপডেট পৌঁছতে শুরু করবে।

নতুন ইউজার ইন্টারফেস

✓ MIUI 12-এ ইউজার ইন্টারফেসে নতুন ডিজাইন ব্যবহার হয়েছে।
✓ আপডেটের পরে ইউজার ইন্টারফেসে লেখার মধ্যে দূরত্ব বাড়বে। ফলে পড়তে সুবিধা হবে।
✓ এছাড়াও লেখার সঙ্গে প্রাসঙ্গিত গ্রাফিক্স যোগ হয়েছে। ✓ আপডেটের পরে যোগ হচ্ছে Android 10 নেভিগেশন জেসচার।
✓ এছাড়াও MIUI 12-এ একাধিক নতুন লাইভ ওয়ালপেপার নিয়ে এসেছে Xiaomi।
✓ এই লাইভ ওয়ালপেপারে প্রথমে দূর থেকে মঙ্গল গ্রহ দেখা যাবে।
✓ ফোন আনলক করলেই মঙ্গলপৃষ্ঠে জুম হবে।
✓ ডার্ক মোডে রাতের আলোতে মঙ্গলগ্রহ দেখা যাবে।
✓ এছাড়াও যোগ হয়েছে মাল্টি উইন্ডো ফ্লোটিং চ্যাট।

✓ অতিরিক্ত ব্যাটারি খরচ না করেই সারাদিনে কত পা হাঁটলেন তা জানাবে আপনার স্মার্টফোন।
✓ কোম্পানি জানিয়েছে এই কাজ করতে গোটা দিনে 1 শতাংশের কম ব্যাটারি খরচ হবে।
✓ জুন থেকে বিভিন্ন Xiaomi ফোনে MIUI 12 আপডেট পৌঁছতে শুরু করবে।
✓ প্রথম ঝাপে Mi 10 Pro, Mi 10, Mi 9 Pro 5G, Mi 9, Redmi K30 Pro, Redmi K30, Redmi K20 Pro ও Redmi K20-তে এই আপডেট পৌঁছবে।
✓ পরে ধাপে ধাপে বিভিন্ন Mi ও Redmi ফোনে এই আপডেট পাঠাবে বেজিংয়ের সংস্থাটি।