29/09/2020

করোনা ভাইরাস সংক্রমণ ট্র্যাকিংয়ে নতুন অ্যাপ নিয়ে এল কেন্দ্র

Corona Kavach Download

করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার একটি অ্যাপ লঞ্চ করল গুগল প্লে স্টোরে ।
কিভাবে ব্যাবহার করবেন অ্যাপটি ?
Corona Kavach অ্যাপ ওপেন করলে শুরুতেই জানানো হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে এই অ্যাপ তৈরি করেছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক।

এর পরে কীভাবে Corona Kavach অ্যাপ কাজ করবে সেই বিষয়ে গ্রাহককে অবগত করবে তা জানাবে এই অ্যাপ।
আপনাকে সুরক্ষিত রাখতেই সমাজের ট্র্যাকিং তথ্য দেখানো হবে। গ্রাহকের কোন স্বাস্থ্য সমস্যা না হলে গ্রাহকের লোকেশন সহ সব ব্যক্তিগত তথ্য গোপন রাখা হবে।

এর পরে স্মার্টফোনের লোকেশন ট্র্যাকিংয়ের অনুমতি চাইবে এই অ্যাপ।

✓এর পরে মোবাইল নম্বর ও ওটিপি ব্যবহার করে লগ ইন করতে হবে।
✓এর পরে এই অ্যাপ সেট-আপ শেষ হবে। সবুজ, কমলা, হলুদ ও লাল রঙ ব্যবহার করে সংক্রমণের সম্ভাবনা বোঝানো হবে।

সবুজ – সুরক্ষিত

কমলা – সংক্রমণের সম্ভাবনা

হলুদ – সংক্রমণের ঝুঁকি

লাল – সংক্রমিত

✓প্রতি ঘণ্টায় গ্রাহককে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সম্পর্কে অবগত করবে এই অ্যাপ। অতীতে কোন করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে কি না জানতে চাইবে এই অ্যাপ।
✓পরামর্শ দেওয়া হবে। হোম পেজে করোনাভাইরাস অতিমারি সম্পর্কে বিভিন্ন তথ্য দেখানো হবে।
✓ স্ক্রিনের নীচে Corona Kavach লোগোতে ক্লিক করলে এক ঘণ্টার কাউন্ট ডাউন শুরু হবে। এই সময় আপনার পারিপার্শ্বিকের তথ্য সংগ্রহ করবে এই অ্যাপ।
✓ যা শেষ হলে সবুজ, কমলা, হলুদ অথবা লাল রঙ্গে আপনার সংক্রমণের সম্ভাবনা জানিয়ে দেওয়া হবে।
✓ এর পরে একটি ইউনিক আইডি আপলোড করতে বলা হয়েছে। যদিও কেন এই আইডি আপলোড করতে বলা হয়েছে জানা যায়নি।
✓ এছাড়াও পৃথক অপশন পেজে বিভিন্ন শ্বাসের ব্যায়াম দেখানো ও প্রশ্নাবলীর উত্তর দেওয়া হয়েছে। এছাড়াও থাকছে লগ আউটের অপশন।

Corona Kavach Download

Leave a Reply