21/10/2020

করোনাতে কোন খেলোয়াড় কি দিলেন দেখুন এক ঝলকে

Indian players donate

ভারতে করোনা ভাইরাসের প্রভাব বাড়ছে ক্রমশ।ইতিমধ্যেই দেশে মারণ ভাইরাসের বলি হয়েছেন প্রায় ১৯ জন । আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। সমস্যাকে এখানেই থামাতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্তকে সমর্থন করেছে দেশের ক্রীড়াবিদরা।
এক নজরে দেখে নিন করোনা মোকাবিলায় কোন খেলোয়াড় কি দিলেন !

সৌরভ গাঙ্গুলি

 
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই দুঃসময়ে ৫০ লক্ষ টাকার চাল দান করেছেন ।

গৌতম গম্ভীর

 
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা, মারণ ভাইরাসে আক্রান্তদের সুশ্রুষায় ও দরিদ্রদের জন্য দান করেছেন ।

বজরং পুনিয়া

 
ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া তাঁর ছয় মাসের বেতন, করোনা আক্রান্ত ও দরিদ্র মানুষের সেবায় দান করেছেন। সরকারি তহবিলে সেই টাকা জমা করেছেন পুনিয়া।

পিভি সিন্ধু

 
ভারতের বিশ্বজয়ী শাটলার পিভি সিন্ধু রাজ্যকে ৫ লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন ।

হিমা দাস

 
ভারতের সফল অ্যাথলিট হিমা দাস তাঁর এক মাসের বেতন করোনা মোকাবিলায় আসাম সরকারের তহবিলে জমা করেছেন।

এমএস ধোনি

 

করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে পুনের ক্রাউড ফান্ডিং ওয়েবসাইটের মাধ্যমে ১ লক্ষ টাকার তহবিল জমা করতে পেরেছেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

শিখর ধাওয়ান

 

করোনা নিয়ে আতঙ্কের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ন্যাশনাল রিলিফ ফান্ডে অর্থ দান করেছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান।

ইরফান ও ইউসুফ পাঠান

 

গুজরাতের একটা বড় অংশে নিখরচায় মাস্ক বিলি করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান ও ইউসুফ পাঠান।

সানিয়া মির্জা

 

টুইটারে এক স্বেচ্ছাসেবী সংস্থার লিংক শেয়ার করে, করোনা মোকাবিলায় দেশবাসীকে তাতে অর্থ দিয়ে সাহায্য করার আবেদন জানিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।

সচিন তেন্ডুলকর

 
করোনার বিরুদ্ধে মোকাবিলায় কেন্দ্র এবং মহারাষ্ট্র সরকারকে ২৫ লক্ষ করে মোট ৫০ লক্ষ টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছেন মাস্টার ব্লাস্টার।

Leave a Reply