28/09/2020

রাজ্যে কোন কোন ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে, জেনে নিন

রাজ্যে কোন কোন ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে, জেনে নিন

রাজ্যের কয়েকটি সরকারি হাসপাতালের ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে। সঙ্গে আরও দুটি বেসরকারি ল্যাবেও নমুনা পরীক্ষার ছাড়পত্র দিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)। সেই তালিকায় যুক্ত হল আরও দুটি বেসরকারি ল্যাব।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী;

সরকারি ল্যাব:
✓ বেলেঘাটার নাইসেড ।
✓ এসএসকেএম ।
✓ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ।
✓ উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ।
✓ স্কুল অফ ট্রপিকাল মেডিসিন ।

বেসরকারি ল্যাব:
✓ কলকাতার অ্যাপোলে হাসপাতাল ।
✓ টাটা মেডিক্যাল সেন্টার ।
✓ পঞ্চসায়েরের পিয়ারলেস হাসপাতাল ।
✓ সল্টলেকের আমরি হাসপাতাল ।
করোনা পরীক্ষার জন্য আইসিএমআরের ছাড়পত্র পেয়েছে। ফলে আপাতত চারটি বেসরকারি হাসপাতাল-সহ আইসিএমআর স্বীকৃত রাজ্যের মোট ন’টি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে।

List of Corona virus lab test in west bengal

Leave a Reply