30/09/2020

নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১ জন, দেশে করোনা-পজিটিভ মোট ৩৯৬, মৃত সাত

 নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১ জন, দেশে করোনা-পজিটিভ মোট ৩৯৬, মৃত সাত

শনিবার পর্যন্ত সংখ্যাটা ছিল ৩১৫। শুধু রবিবারেই আরও ৮১ জন নতুন রোগীর খবর আসার পরে একলাফে সে সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯৬ ।

ইতিমধ্যেই রাজ্যে  লকডাউন ঘোষণা করা হয়েছে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাফেরাও নিয়ন্ত্রিত করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরগুলিও।

৩১ মার্চ পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

রবিবার বিহারে মারা গেছেন ৩৮ বছরের এক ব্যক্তি। তাঁর বয়সই সবচেয়ে কম মৃতদের মধ্যে। কাতার থেকে ফিরেছিলেন তিনি। যদিও তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন, কিন্তু পরীক্ষা করে তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। হতে পারে ক্যানসারের কারণে সহজে সংক্রামিত হয়েছিলেন তিনি।

মুম্বইয়েও এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে রবিবার। ৬৩ বছরের ওই ব্যক্তি শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে মারা গিয়েছেন।

 

Leave a Reply