21/10/2020

নিজামুদ্দিন মসজিদের অনুষ্ঠানে যোগ দেওয়া ৯৬০ বিদেশিকে কালো তালিকাভুক্ত করল কেন্দ্রীয় সরকার

নিজামুদ্দিন মসজিদের অনুষ্ঠানে যোগ দেওয়া ৯৬০ বিদেশিকে কালো তালিকাভুক্ত করল কেন্দ্রীয় সরকার

স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আমেরিকা, ফ্রান্স ও ইতালি থেকে আসা ১,৩০০-রও বেশি বিদেশি তাবলিগ কর্মীদের দেশের বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করা হয়েছে ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কার্যালয়ের পক্ষ থেকে হিন্দিতে টুইট করে জানানো হয়েছে, “স্বরাষ্ট্র মন্ত্রক ৯৬০ জন বিদেশিকে কালো তালিকাভুক্ত করেছে এবং পর্যটক ভিসা নিয়ে এই বিদেশিরা তাবলিগি জামাতের কর্মকাণ্ডে যোগ দিয়েছিলেন, এবার তাঁদের ভারতীয় ভিসাও বাতিল করা হয়েছে”।

“আমরা তাঁদের ভিসা বাতিল করে দিয়েছি। এখন তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানো হবে”।

তিনি আরও জানিয়েছেন, ভিসার অপব্যবহার করার অপরাধে বিদেশি আইনের ১৪ অনুচ্ছেদের অধীনে সমস্ত কালো তালিকাভুক্ত তাবলিগ-ই-জামাতের কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করা হবে। ট্যুরিস্ট ভিসায় আসা বিদেশিদের নিয়মমতো কখনোই ধর্মীয় কাজে অংশ নিতে দেওয়া হয় না। এই নিয়ম লঙ্ঘন করলে রাষ্ট্র তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এমন কথাই আইনে বলা আছে। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওই বিদেশিদের বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

Leave a Reply