25/09/2020

করোনা এলাকা হিসেবে চিহ্নিত হল গ্রীন জোন বাঁকুড়া আক্রান্ত 2

করোনা এলাকা হিসেবে চিহ্নিত হল গ্রীন জোন বাঁকুড়া আক্রান্ত 2

বাঁকুড়ায় ফের মিলল করোনা আক্রান্তের খোঁজ। পাত্রসায়রের পর এবার হানা খাতড়ায়। রবিবার খাতড়ায় ২ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে। তাদের মধ্যে এক ৬৫ বছরের বৃদ্ধ রয়েছেন।
coorna update in bankura
জানা গিয়েছে, গত ১৪ মে লালারসের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছিল পরীক্ষায়। ১৭ মে কলকাতায় পৌঁছয় নমুনা।

২৩ মে পরীক্ষার ফল এলে জানা যায় ২ জন করোনা আক্রান্ত। এদের মধ্যে ৬৫ বছরের বৃদ্ধ ছাড়াও রয়েছে ২৮ বছরের এক যুবক। এই নিয়ে বাঁকুড়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩।
covid-19 positive in green Zone Bankura
covid-19 positive in bankura
গত শুক্রবার বাঁকুড়া জেলায় প্রথম করোনা রোগীর খোঁজ মেলে। ১৫ বছরের এক কিশোরের দেহে মেলে করোনা সংক্রমণ। গত ১১ মে কলকাতা থেকে বাঁকুড়া ফিরেছিল সে।

২০ মে তার লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। ২২ মে জানা যায় করোনা আক্রান্ত সে। তাকে দুর্গাপুরের বেসরকারি করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কিশোরের সংস্পর্শে আসা ১৬ জনকে চিহ্নিত করেছে প্রশাসন। তার মধ্যে অন্তত ৫ জনকে সরকারি কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।