25/09/2020

করোনায় আক্রান্ত হলেন বেলেঘাটা NICED-এর টেকনিশিয়ান

করোনায় আক্রান্ত হলেন বেলেঘাটা NICED-এর টেকনিশিয়ান

এবার করোনার থাবা দিল NICED-এর পরীক্ষাগারের অন্দরে। করোনা পরীক্ষা করতে গিয়ে COVID 19-এ আক্রান্ত হলেন বেলেঘাটা নাইসেডের এক ল্যাবরেটরি টেকনিশিয়ান। সম্প্রতি তাঁর করোনার উপসর্গ দেখা দেয়। সোমবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Corona positive Image
বেলেঘাটা নাইসেডের ল্যাবরেটরিতে কর্মরত ওই তরুণী উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা। এটিই পশ্চিমবঙ্গের সব থেকে বড় করোনা পরীক্ষাগার। প্রতিদিন ১০০০ নমুনা পরীক্ষার ক্ষমতা রয়েছে এই পরীক্ষাগারের।

সোমবার তারই এক টেকনিশিয়ানের করোনা সংক্রমণেে নিশ্চিত হওয়ার পর পরিবারের ৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজন ব্যাঙ্ককর্মী, আরেকজন নার্স। অর্থাৎ এদের কেউ করোনায় আক্রান্ত হয়ে থাকলে সংক্রমণ আরও ছড়ানোর সম্ভাবনা রয়েছে।

ওদিকে এলাকায় একের পর এক করোনা আক্রান্তের ঘটনা ঘটায় সিল করে দেওয়া হয়েছে গোটা বিরাটি ও নিমতা চত্বর।