26/10/2020

তবলিঘি জামাতের ঘটনায় ৭ জনের নামে FIR, মরকজ প্রধান মৌলানা খোঁজে তল্লাশি

তবলিঘি জামাতের ঘটনায় ৭ জনের নামে FIR, মরকজ প্রধান মৌলানা খোঁজে তল্লাশি

দিল্লির নিজামুদ্দিনে মরকজে ১৩-১৫ মার্চ সমাবেশ ছিল তবলিঘি জামাতের। সেই সমাবেশে যোগ দিয়েছিলেন বিদেশিরাও।
নিজামুদ্দিন মরকজে জমায়েতের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিস।
সূত্রের খবর, FIR-এ নাম রয়েছে মরকজের প্রধান
✓ মৌলানা সাদ,
✓ ডক্তর জীসান,
✓ মুফতি শেহজাদ,
✓ এম সইফি,
✓ ইউনূস,
✓ মহম্মদ সলমন
✓ মহম্মদ আসরাফের।
গত ২৮ মার্চ থেকে বেপাত্তা মৌলানা সাদ। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।
দিল্লির নিজামুদ্দিনে মরকজে ১৩-১৫ মার্চ সমাবেশ ছিল তবলিঘি জামাতের। সেই সমাবেশে যোগ দিয়েছিলেন বিদেশিরাও। সেখান থেকে ছড়িয়েছে করোনা সংক্রমণ। ২৪ জন আক্রান্ত হওয়ার পর বিষয়টি সামনে আসে। নিজামুদ্দিন থেকে বাংলায় ফিরেছেন অনেকে।
নবান্ন জানিয়েছে, দিল্লিতে তবলিঘি জামাতের সমাবেশ থেকে যাঁরা রাজ্যে ফিরেছেন তাঁদেরকে চিহ্নিত করা হচ্ছে। সবার করোনা পরীক্ষা করা হবে এবং ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করা হবে। ২৪ মার্চ রাত ১২টা থেকে দেশজুড়ে শুরু হয়ে যায় লকডাউন।

Leave a Reply