29/10/2020

ধর্মতলা থেকে কোন কোন সরকারি বাস যাবে, দেখে নিন এক নজরে

ধর্মতলা থেকে কোন কোন সরকারি বাস যাবে, দেখে নিন এক নজরে

দুই পরগনা এবং হাওড়া থেকে ৪০ টি রুটে সরকারি বাস পরিষেবা চালু করেছে পরিবহন দফতর। অনেক বাসই ধর্মতলা ছুঁয়ে যাচ্ছে। ফলে শহর, শহরতলি এবং জেলার যাঁরা ধর্মতলার আশপাশে বিভিন্ন অফিসে কাজ করেন, তাঁদের যাতাযাত আরও সহজ হয়েছে বলে জানিয়েছেন পরিবহন দফতরের কর্তারা।
ধর্মতলা থেকে বাসের সময় তালিকা
ধর্মতলার উপর দিয়ে যে সরকারি বাসগুলি যাবে, সেগুলির তালিকা দেখে নিন –

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download

✓ ই-১ : হাওড়া স্টেশন-যাদবপুর (হাজরা, এসপ্ল্যানেড, বিবাদী বাগ)।

✓ ই-৪ : পর্ণশ্রী-হাওড়া স্টেশন (এসপ্ল্যানেড, বিবাদী বাগ)।

✓ এস-২৪ : কামালগাজি-হাওড়া স্টেশন (রুবি, সায়েন্স সিটি, সিআইটি রোড, মৌলালি, এসপ্ল্যানেড, বিবাদী বাগ)।

✓ এস-২ : হাওড়া স্টেশন-কুঁদঘাট (টালিগঞ্জ, হাজরা, এসপ্ল্যানেড, বিবাদী বাগ)।

✓ এম-৭ বি : শিবরামপুর-হাওড়া স্টেশন (বেহালা চৌরাস্তা, করুণাময়ী, টালিগঞ্জ মেট্রো, পার্কস্ট্রিট, এসপ্ল্যানেড)।

✓ এস-১১ : নীলগঞ্জ-এসপ্ল্যানেড (ব্যারাকপুর, ডানলপ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এসপ্ল্যানেড)।

✓ এস-১২ : নিউ টাউন-হাওড়া স্টেশন (কলেজ মোড়, চিংড়িঘাটা, বেলেঘাটা, শিয়ালদহ, মৌলালি, এসপ্ল্যানেড)।

✓ টি-২ : বিবাদী বাগ-মন্দিরতলা (বিবাদী বাগ, এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট, রবীন্দ্র সদন, বিদ্যাসাগর সেতু)।

✓ সি-২৬ : হাওড়া-বারুইপুর (এসপ্ল্যানেড, মৌলালি, পার্ক সার্কাস, রুবি, কামালগাজি, রাজপুর, পদ্মপুকুর)।

✓ সি-৩৭ : আমতলা-হাওড়া (এসপ্ল্যানেড, খিদিরপুর, বেহালা, জোকা)।

✓ এস ১০-এ : হাওড়া স্টেশন-বালিগঞ্জ (গড়িয়াহাট, হাজরা, এসপ্ল্যানেড, বিবাদী বাগ)।

এছাড়াও এসপ্ল্যানেড থেকে একাধিক দূরপাল্লার বাসও ছাড়ছে। সেগুলি যাবে – ন্যাজাট, ধামাখালি, বকখালি, ডায়মন্ড হারবার এবং করিমপুরে। জেলার ওই জায়গাগুলি থেকেও এসপ্ল্যানেডগামী বাস ছাড়বে।