30/09/2020

মান্না দের গানকে কিশোর কুমারের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি দিয়ে হাসির রসদ জোগালেন দিলীপ ঘোষ

মান্না দের গানকে কিশোর কুমারের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি দিয়ে হাসির রসদ জোগালেন দিলীপ ঘোষ

বাংলার সংস্কৃতির জগতে নামী মানুষের সংখ্যা কম নয়। এযুগেও পুরনো দিনের গান অনেকেরই প্রিয়। পুরনো দিনের গান বলতে মান্না দে বা কিশোর কুমারের মতো শিল্পীর গান। কোন শিল্পী কোন গান গেয়েছেন একটু উলোট পালট হয়ে যায়, তাহলে রক্ষে নেই। এমনই ভুল করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ফের নেটিজেন মহলে কিছু হাসির রসদ সরবরাহ করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এবার জন্মদিনে কিশোর কুমারকে স্মরণ করলেন মান্না দে-র গান ফেসবুকে লিখে। নেটিজেনরা ভুল ধরিয়ে দিলে পংতিটি সরিয়ে দেন তিনি।
মান্না দের গানকে কিশোর কুমারের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি দিয়ে হাসির রসদ জোগালেন দিলীপ ঘোষ
আজ কিশোর কুমারের ৮৫তম জন্মদিনে তাঁর স্মরণে ফেসবুকে একটি ব্যানার পোস্ট করেন দিলীপ ঘোষ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যানারটি পোস্ট করেন তিনি। তার ওপরে লেখেন ‘জিন্দাগি কৈসি হ্যায় পহেলী হায়, কভি তো হাসায়ে কভি তো রুলায়ে…. একদিন সপ্নো কা রাহি, চলা জায়ে সপ্নো সে আগে কাঁহা…’


‘জিন্দাগি কৈসি হ্যায় পহেলী হায়, কভি তো হাসায়ে কভি তো রুলায়ে…. একদিন সপ্নো কা রাহি, চলা জায়ে সপ্নো সে আগে কাঁহা…’গানটি হৃষিকেষ মুখোপাধ্যায় পরিচালিত আনন্দ ছবির এই গানটি মান্না দের কণ্ঠে। এই গানে কিশোর কুমারের কোনও ভূমিকা নেই।

নেটিজেনরা বলছেন, বাংলার শিল্প-সংস্কৃতি সম্পর্কে দিলীপ বাবুর অগভীর জ্ঞান এর আগেও প্রকাশিত হয়েছে। কখনো বলেছেন, সহজপাঠ বিদ্যাসাগরের লেখা। কখনও মোহনবাগান দিবসকে মোহনবাগানের জন্মদিন বলে ঘোষণা করে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন।

কেলেঙ্কারি ধরা পড়ার পর গানের পংতিগুলি সরিয়ে নেন দিলীপবাবু তবে পোস্টটি রেখে দিয়েছেন ।