26/10/2020

নগদ টাকা দিচ্ছেন না কেন, মোদী-সীতারামনকে প্রশ্ন চিদম্বরমের

নগদ টাকা দিচ্ছেন না কেন, মোদী-সীতারামনকে প্রশ্ন চিদম্বরমের

মাসখানেক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছিলেন, দেশের একজনও অনাহারে থাকবেন না। অথচ বাস্তবে ছবিটা অন্য। এমনটাই দাবি করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

রবিবার টুইটবার্তায় চিদম্বরম বলেন, ‘অনেক প্রমাণ আছে যে আরও বেশি মানুষের হাতে খাবার নিঃশেষ হয়ে যাচ্ছে। রান্না করা খাবার সংগ্রহের জন্য তাঁদের লাইনে দাঁড়াতে হচ্ছে। (এই অবস্থায়) শুধুমাত্র একটি হৃদয়হীন সরকার দাঁড়িয়ে থাকবে ও কিছু করবে না।’

সেইসব মানুষদের খিদে মেটানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রীর দিকে দুটি প্রশ্ন ছোড়েন চিদম্বরম। তিনি বলেন, ‘অনাহার থেকে সরকার কেন তাঁদের রক্ষা করছে না এবং প্রতিটি গরীব পরিবারকে নগদ পাঠিয়ে তাঁদের সম্মান রক্ষা করা হচ্ছে না কেন?


এফসিআইয়ের (ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া) কাছে যে ৭৭ মিলিয়ন টন খাদ্যশস্য আছে, তার ছোটো অংশ কেন সরকার বিনামূল্যে সেইসব পরিবারকে দিচ্ছে না, যাদের সেটা দরকার আছে?’

প্রাক্তন অর্থমন্ত্রীর দাবি, সেই প্রশ্ন দুটির উত্তর দিতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এই দুটো প্রশ্ন একইসঙ্গে অর্থনৈতিক ও একটি নৈতিক প্রশ্ন। নরেন্দ্র মোদী ও নির্মলা সীতারামন দুটিরই উত্তর দিতে ব্যর্থ হয়েছেন যখন দেশ অসহায়ভাবে তাকিয়ে রয়েছে।’