22/09/2020

কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোন, দেখে নিন রাজ্যের তালিকা

কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোন, দেখে নিন রাজ্যের তালিকা

কলকাতায় বাড়ল ‘কনটেনমেন্ট জোন’ বা সংক্রামক এলাকার সংখ্যা। মঙ্গলবার কলকাতা পুরনিগমের অন্তর্গত ৩১৬ টি জায়গাকে সংক্রামক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বুধবার তা বেড়ে দাঁড়াল ৩৩৪।

বুধবার বিকেলে রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রামক এলাকার সংখ্যা বেড়েছে ১৮।

রাজ্যের অপর যে দুটি জেলায় করোনার প্রভাব বেশি, সেই হাওড়া ও উত্তর ২৪ পরগনায় সংক্রামক এলাকার সংখ্যা যথাক্রমে ৭৬ এবং ৯০।

কলকাতার পার্শ্ববর্তী দক্ষিণ ২৪ পরগনায় সংক্রামক এলাকার সংখ্যা ২২।

হুগলি ও নদিয়াতে সংক্রামক এলাকার সংখ্যা যথাক্রমে ১৮ এবং একটি।

পূর্ব মেদিনীপুরের সাতটি জায়গাকে সংক্রামক হিসেবে চিহ্নিত করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরে সেই সংখ্যাটা পাঁচ।

মালদহ ও পূর্ব বর্ধমানে যথাক্রমে তিন ও একটি সংক্রামক এলাকা রয়েছে। উত্তরবঙ্গের তিন জেলাতেই সংক্রামক এলাকা সীমাবদ্ধ আছে।

জলপাইগুড়িতে চারটি, কালিম্পঙে দুটি এবং দার্জিলিঙে দুটি সংক্রামক এলাকা রয়েছে।

রাজ্যের ‘কনটেনমেন্ট জোন’-এর তালিকা

কলকাতায় ‘কনটেনমেন্ট জোন’ক্লিক করুন

হাওড়ায় ‘কনটেনমেন্ট জোন’ক্লিক করুন

উত্তর ২৪ পরগনায় ‘কনটেনমেন্ট জোন’ক্লিক করুন

দক্ষিণ ২৪ পরগনায় ‘কনটেনমেন্ট জোন’ক্লিক করুন

হুগলিতে ‘কনটেনমেন্ট জোন’ক্লিক করুন

নদিয়ায় ‘কনটেনমেন্ট জোন’ক্লিক করুন

পূর্ব মেদিনীপুরের ‘কনটেনমেন্ট জোন’ক্লিক করুন

পশ্চিম মেদিনীপুরের ‘কনটেনমেন্ট জোন’ক্লিক করুন

মালদহে ‘কনটেনমেন্ট জোন’ক্লিক করুন

পূর্ব বর্ধমানে ‘কনটেনমেন্ট জোন’ক্লিক করুন

জলপাইগুড়িতে ‘কনটেনমেন্ট জোন’ক্লিক করুন

কালিম্পঙে ‘কনটেনমেন্ট জোন’ক্লিক করুন

দার্জিলিঙে ‘কনটেনমেন্ট জোন’ক্লিক করুন