22/09/2020

করোনার সঙ্গে লড়তে ভারতের কাছে একটি ওষুধ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

করোনার সঙ্গে লড়তে ভারতের কাছে একটি ওষুধ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

করোনার সঙ্গে লড়তে এবার ভারতের কাছে হাইড্রোক্সিক্লোরকুইন ট্যাবলেট চেয়ে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

ম্যালেরিয়ার সঙ্গে লড়াইয়ে জন্য প্রস্তুত এই ওষুধ কিছু ক্ষেত্রে করোনার সংক্রমিতদের দেওয়া হচ্ছে৷ এবং তাতে কাজও হচ্ছে৷ যদিও এটা প্রমাণিত নয়, যে এই ওষুধ করোনা প্রতিরোধ করতে পারে৷

কিন্তু কোনওভাবে এই ওষুধের ভুল ব্যবহার হয়, তাই এই ওষুর উৎপাদনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার পর এই ওষুধের চাহিদার কথা তুলে ধরেন ট্রাম্প৷

উল্লেখ্য দুই দেশের সম্প্রতি পরিস্থিতি নিয়ে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের৷ কোথায় কী অবস্থা এবং কীভাবে গোটা বিশ্ব এর মোকাবিলা করতে পারে তা নিয়ে দীর্ঘক্ষণ টেলিফোনে কথা হয় তাদের৷ সেখানেই মোদির কাছে হাইড্রোক্সিক্লোরকুইন ড্র্যাগের কথা তুলে ধরেন ট্রাম্প৷ পরে সরকারিভাবে সেকথা উল্লেখ করেন তিনি নিজেই৷


ট্রাম্প জানিয়েছেন যে প্রয়োজনে তিনি নিজেও এই ওষুধ খেতে পারেন৷ যদিও এটা ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়, তবে করোনায়র ক্ষেত্রে এর উপকার পাওয়া গিয়েছে৷ ভারতের কাছে তারা এই ড্রাগের অর্ডার দিয়েছেন সেই পরিমাণ ওষুধ পেতে তারা ইচ্ছুক৷ ট্রাম্প চান যে ভারচ সরকার আপাতত এই ড্রাগের উৎপাদন করেন৷


টেলিফোনে তাদের কথোপকথেনর পর ট্যুইট করেন প্রধানমন্ত্রী৷ তিনি জানান যে করোনা লড়াইয়ে দুই দেশ একযোগে কাজ করবে বলেই আশা প্রকাশ করেছেন ট্রাম্প৷ আমেরিকায় মৃত ও আক্রান্তদের প্রতি সমবেদনা জানান মোদি৷

Leave a Reply